avertisements 2

ছাত্র নেতাকে চড় মারতে তেড়ে গেলেন ওসি!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৮ পিএম, ৬ অক্টোবর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ১২:২৭ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন শেষে বিক্ষোভ করতে চাইলে ছাত্র নেতাকে চড় মারতে গেলেন ওসি ফিরোজ তালুকদার।

সোমবার ( ৫ অক্টোবর) দুপুরে ময়মরসিংহ নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করতে চাইলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ধারণকৃত ভিডিও ক্লিপে দেখা যায়, ওই ছাত্রনেতা অসহায়ের মতো এদিক-ওদিক তাকাচ্ছেন। এ সময় আরেক পুলিশ কর্মকর্তাকে ‘তুই’ ‘তুকারি’ করতেও শোনা গেছে। পরে যিনি ভিডিও করছিলেন, তার দিকেও তেরে আসেন ওসি ফিরোজ তালুকদার।

খোঁজ নিয়ে জানা যায়, ওই ছাত্রনেতার নাম ঝুনু রঞ্জন দাস। তিনি ময়মনসিংহ জেলা ছাত্র অধিকার পরিষদ কমিটির উপদেষ্টা। তবে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ওসি ফিরোজ তালুকদার বলেন, শান্তিপুর্ণভাবে মানববন্ধন শেষে বিক্ষোভ করতে চাইলে করোনা সংক্রমনের কারণে তাদের নিষেধ করি। কিন্তু বিক্ষোভকারীরা কথা না শুনলে তাদের কাছে গিয়ে বলি তোমাদের চড় দিতে হবে, তবে চড় দেইনি। আমি তো এটা মজার ছলে বলেছি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2