‘স্যার আমি এক বছর মুরগির মাংস ও পোলাও খাইনি’
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:৫৭ পিএম, ২৪ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৬:০৭ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসকক্ষে ঢুকে ৯০ বছর বয়সী এক বৃদ্ধ বললেন, স্যার আমি এক বছর মুরগির মাংস ও পোলাও খাইনি।
তার এ কথা শুনে অবাক হলেন ইউএনও। এরপর তিনি বৃদ্ধকে তার সামনের চেয়ারে বসিয়ে বললেন, চাচা আপনি একটু অপেক্ষা করুন। আমি ব্যবস্থা করছি।
তাৎক্ষণিকভাবে ইউএনও অফিসের একজনকে মুরগি ও পোলাও’র চালসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনার অনুরোধ করেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের অফিসকক্ষে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, বাজার করে আনার পর ইউএনও ওই বৃদ্ধকে দেন এবং নিজে অফিস থেকে নেমে তাকে রিকশায় উঠিয়ে দেন। এ সময় ওই বৃদ্ধ আনন্দে কেঁদে ফেলেন।
এ বিষয়ে ত্রিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, ওই বৃদ্ধের এমন কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়ি।
হারিয়ে ফেলেছিলাম কথা বলার শক্তি। জানি না কতজন মানুষ এভাবে দিন কাটাচ্ছে। তবে একজন বাবার মুখে কিছু খাবার তুলে দিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।
কিন্তু উনার নাম-ঠিকানা জানা হয়নি। খোঁজ নিয়ে উনার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন বলে জানালেন ইউএনও।