ইউএনওকে বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:৩৫ পিএম, ২৫ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০১:০১ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোক্তার হোসেনকে বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে গেছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ইউএনও। তিনি অক্ষত আছেন।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। গাড়িটি বরিশালের দিকে যাচ্ছিলো। এতে গাড়িচালক ও ইউএনও সামান্য আহত হয়েছেন।
এ বিষয়ে জানতে ইউএনও মো. মোক্তার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।
তবে ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুজা মণ্ডল ঢাকা পোস্টকে বলেন, ইউএনও মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লেও তার তেমন কোনো ক্ষতি হয়নি। তিনি সুস্থ আছেন। এ ঘটনায় অল্পের জন্য সবাই রক্ষা পেয়েছেন।
এর আগে ইউএনওর গাড়িচালক শহিদুল ইসলামের মাথায় গুরুতর জখম হওয়ার খবর সবদিকে ছড়িয়ে পড়ে। তবে দুপুর সোয়া ২টার দিকে ইউএনওর সিএ (কনফিডেন্সিয়াল অ্যাসিস্টেন্ট) মো. মনির হোসেন ঢাকা পোস্টকে বলেন, সবাই অক্ষত আছেন এবং সুস্থ আছেন।