avertisements 2

বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাংচুর

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:২৩ এএম, ৭ অক্টোবর, বুধবার,২০২০ | আপডেট: ০৪:২১ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

পটুয়াখালীর বাউফলে গভীর রাতে একটি পূজা মণ্ডপের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। রবিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের হরলাল হাওলাদার বাড়ির সার্বজনীন দুর্গা পূজা মণ্ডপে এ ঘটনাটি ঘটেছে।

দুর্বৃত্তরা এ সময় অন্যান্য প্রতিমাসহ প্রতিমার বাহনও ভাংচুর করে। ঘটনা শুনে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পূজা মণ্ডপ কমিটির সভাপতি ননী গোপল দাস বলেন, ‘উপজেলার মমিনপুর গ্রামের হরলাল হাওলাদার বাড়ির লোকজন সোমবার ভোরে ঘুম থেকে উঠে মণ্ডপের দুর্গা প্রতিমাসহ লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকসহ তাদের বাহন ময়ূর, পেঁচা, ইঁদুর, বাঘ ও হাঁস ভাঙা অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুর্গা প্রতিমার হাতের কিছু অংশ ভাঙা, অপর প্রতিমাগুলোর মাথা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।

স্থানীয়দের ধারণা দুর্গা প্রতিমা অন্যান্য প্রতিমার চেয়ে উঁচু হওয়ায় দুর্বৃত্তরা দুর্গা ভাঙতে পারেনি। বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে মণ্ডপের সার্বিক নিরাপত্তা দেওয়াসহ প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2