সত্যিকারের ভালোবাসায় কোনো ব্যানার প্রয়োজন হয় না!
রফিক রূমান
প্রকাশ: ১০:২২ পিএম, ১৯ নভেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ১২:১০ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
এটি বিচ্ছিন্ন কোনো অনুষঙ্গ নয় এবং এর জন্য বাচ্চা এই ছেলেটিকে উপহাস করারও কোনো কারণ দেখি না।
এটি আসলে আমাদের সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতিরই এক টুকরো বয়ান!
এই ছেলেটি নিশ্চয়ই নিজের বুদ্ধি থেকে এমন কাজ করেনি। পরিবার থেকে কিংবা রাজনৈতিক সওদাগরদের কাছ থেকে সে উদ্বুদ্ধ হয়েছে। এখানে শো-আপ বা ভাইরাল হওয়াও মুখ্য নয়; মূল বিষয় হলো ক্ষমতা কাঠামোর মধ্যে নিজেকে নিয়ে যাওয়া। এই শিশু না বুঝলেও তার আপনজনেরা বুঝেছে, ক্ষমতার বাইরে এই বাংলাদেশে আর কোনো বাস্তবতা নেই।
দু:খের বিষয় হলো, শিশুরা ভীষণভাবে বিভ্রান্ত হচ্ছে। শিশুরা আজ বঙ্গবন্ধু হতে চায়, কিন্তু বঙ্গবন্ধুর সত্যিকারের ভালোবাসার রাজনীতি শেখে না বা শেখানো হয় না। শিশুরা আজকাল সেলিব্রেটি হতে চায়, কিন্তু তাদের সামনে অর্থের লোভহীন কোনো সেলিব্রেটি চোখে পড়ে না; হোক সে সিনেমার নায়ক কিংবা ক্রিকেটার! ওরা খুব দ্রূত জনপ্রিয় হতে চায়, তারকা হতে চায়, কিন্তু তার চেয়েও যে গুরুত্বপূর্ণ সূর্যের আলোয় নিজেকে পোড়ানো সেই শিক্ষা ওদেরকে দেওয়া হয় না।
ফারহান সাদিক, তোমার জন্য দু:খ হয়। সত্যিকারের ভালোবাসায় কোনো ব্যানার প্রয়োজন হয় না!