রেকর্ড ভাঙা শীত! জাঁকিয়ে আসছে ঠান্ডা, আগামিকাল থেকেই হুহু করে নামবে তাপমাত্রা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:০৩ পিএম, ৫ নভেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৬:৫৮ এএম, ১ জুলাই,মঙ্গলবার,২০২৫

শেষ কয়েক দশকে এমন নজির নেই ৷ দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই বইছে উত্তরে হাওয়া ৷ বাঙালির প্রিয় মাফলার, সোয়েটার, মাঙ্কি টুপি নভেম্বরেই নিচ্ছে মুখ দেখানোর প্রস্তুতি ৷ অক্টোবরের শেষ স'প্ত াহ থেকে রাজ্যে হাজির শীতের আমেজ ৷ এবার নভেম্বরের প্রথম স'প্ত াহেই কমতে শুরু করল তাপমাত্রা ৷ শীঘ্রই জাঁকিয়ে হাড়কাপানো ঠান্ডা পড়ার পূর্বাভাস আবহাওয়া অফিসের ৷প্রতীকী ছবি৷
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামিকাল অর্থাৎ বুধবার থেকেই দক্ষিণব'ঙ্গে শুরু হয়ে যাব'ে পারদপতন ৷ এক ধাক্কায় কমতে পারে তাপমাত্রা ৷ ভোরে ও রাতের দিকে শির'শিরে কাঁপুনি ধ’রাবে শীতের অনুভূ'ত ি ৷
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

যুদ্ধবিমান হারানোর দায় রাজনৈতিক নেতৃত্বের: ভারতীয় নৌবাহিনীর ক্যাপ্টেন

এখন সময় নতুন রাজনৈতিক দল গঠনের: ইলন মাস্ক

সিন্ধু পানি চুক্তি নিয়ে হেগের রায়, যা বলছে ভারত ও পাকিস্তান

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামতে বিশেষজ্ঞদের সঙ্গে ভারতের সংসদীয় কমিটির বৈঠক
