ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া আইসিইউতে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৪৫ পিএম, ৯ সেপ্টেম্বর,
বুধবার,২০২০ | আপডেট: ০৬:২১ পিএম, ২৫ অক্টোবর,শনিবার,২০২৫
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
৮ সেপ্টেম্বর বিকেলে তাকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, রফিকুল ইসলাম মিয়া বর্তমানে আইসিইউতে আছেন। নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. শফিকুল আলমের অধীনে তার চিকিৎসা চলছে। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন পরিবার।
বিএনপি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বিএনপির স্থায়ী কমিটির বৈঠকগুলোতে উপস্থিত থাকতে পারেননি । অসুস্থতার কারণে ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনেও অংশগ্রহণ করেননি তিনি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ভাইরাল এই ছবিটি শেখ হাসিনার নয়
আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন, এখন বল তার কোর্টে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বিরাগভাজন হলে কিছু করার নেই: তারেক রহমান
অনেক উপদেষ্টা আখের গুছিয়েছে সেফ এক্সিটের বিষয়ে ভাবছেন: নাহিদ





