avertisements 2

বরিশালে রাস্তায় হাঁস বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:০৯ পিএম, ২৫ ডিসেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ১১:৪৯ এএম, ২৪ এপ্রিল, বুধবার,২০২৪

Text

বরিশালের আগৈলঝাড়ায় ট্রাকের ধাক্কায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষকের মৃত্যু হয়েছেন। বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে আগৈলঝাড়া-রাজিহার সড়কের বাঘপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুই শিক্ষক রাংতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল সরদার (৫০) ও ওই স্কুলের সহকারী শিক্ষক বাসুদেব বিশ্বাস (৪৫)। বাসুদেব রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক এলাকার হীরা লাল বিশ্বাসের ছেলে ও বাবুল রাজিহার গ্রামের আব্দুল হাকিম সরদারের ছেলে।

আগৈলঝাড়া থানার অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে উপজেলা শিক্ষা অফিস থেকে শিক্ষার্থীদের নতুন বই উত্তোলন করে ভ্যানে পাঠিয়ে দেন ওই ২ শিক্ষক। পরে তারা ২ জন মোটরসাইকেল যোগে নিজেদের স্কুলে ফির ছিলেন। পথিমধ্যে আগৈলঝাড়া-রাজিহার সড়কের বাঘপাড়া নামক স্থানে একই দিক থেকে যাওয়া ট্রাক হাঁসের দল বাঁচাতে ব্রেক করলে পেছন দিক দিয়ে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তারা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার ডা. সৈকত জয়ধর বাসুদেব বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। এছাড়া প্রধান শিক্ষক বাবুল সরদারকে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে সোয়া ৫টার দিকে বাবুল সরদারের মৃত্যু হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2