avertisements 2

স্ত্রী মারা গেলে মোহরানা পরিশোধের নিয়ম

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:২৩ পিএম, ৩ অক্টোবর,শনিবার,২০২০ | আপডেট: ০৭:০০ এএম, ২৪ এপ্রিল, বুধবার,২০২৪

Text

দেনমোহর বিবাহিত মুসলিম নারীর একটি বিশেষ অধিকার। এই অধিকার মুসলিম আইনের উৎস পবিত্র কোরআন দ্বারা স্বীকৃত।

দেনমোহর স্ত্রীর অধিকার সংরক্ষণের জন্য এবং স্ত্রীর অর্থনৈতিক নিরাপত্তার জন্য দেয়া হয়।

এটি স্বামীর উপর আইন কর্তৃক আরোপিত একটি দায়। বিবাহের অন্যতম শর্ত দেন-মোহর।

প্রশ্ন:

বিয়ের সময় যে মোহরানা ধরা হয়, তা যদি স্বামীর দ্বারা আদায় হয়ে না থাকে, তবে স্ত্রী মারা যাওয়ার পর স্বামী সে মোহরানা কীভাবে পরিশোধ করবে?

উত্তর:

বিয়েতে স্বামী কত মোহরানা ধার্য করেছেন, কত টাকা দেবেন, কত টাকা দিচ্ছেন, কত টাকা কত দিনের মধ্যে পরিশোধ করবেন, এটা অবশ্যই সুনির্দিষ্ট থাকতে হবে। এটার নামই বিয়ে। আর আপনি এখানে যে কথা বলছেন, সেটা হচ্ছে বিয়ের নামে প্রতারণা।

দ্বিতীয়ত, একজনের হক আদায় করেননি এবং তাঁর মৃত্যু হয়ে গেছে। এটা খুব ভয়ংকর কথা। পারিবারিক অশান্তির কারণ তো এগুলোই।

এখানে ইসলামের বিধানের কোনো অনুসরণ নেই। এখন স্ত্রীর যারা ওয়ারিশ, তাদের এই টাকা বুঝিয়ে দিতে হবে।

অন্যথায় কেয়ামতের দিন এই টাকা আপনার আমলনামা দিয়ে বুঝিয়ে দিতে হবে। সুতরাং, এটি ভয়ংকর আবস্থা। কারণ, এখানে ঋণ থেকে যাবে।

এই ঋণ থেকে যদি কেউ নিজেকে মুক্ত করতে চান, তাহলে তাঁর ওয়ারিশদের কাছে এই টাকা বুঝিয়ে দেবেন।

আর দেরি করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, যেহেতু যার হক তাঁর কাছে আদায় করেননি। এই টাকা অবশ্যই ওয়ারিশদের কাছে পৌঁছে দিতে হবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2