avertisements 2

ছেঁড়া ৫০০ টাকার নোট বদলাতে পাঠিয়ে লাখ টাকা নিয়ে উধাও  

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ১০:০৬ পিএম, ৮ মার্চ,শুক্রবার,২০২৪

Text

ছবি: সংগ্রহীত

ব্যাংক থেকে ৫০০ টাকার একটি ছেঁড়া নোট পাল্টাতে পাঠিয়ে এক লাখ টাকা নিয়ে পালিয়েছে এক চোর। রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের বোয়ালমারী পৌর সদর বাজারের অগ্রণী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী গ্রাহক রাশিদা বেগম বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা যায়, উপজেলার গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামের আব্দুর রাজ্জাক মোল্যার স্ত্রী রাশিদা বেগম অগ্রণী ব্যাংক বোয়ালমারী শাখায় তার নিজ অ্যাকাউন্ট থেকে এক লাখ টাকা উত্তোলন করেন। এসময় তার পাশে থাকা একজন অপরিচিত লোককে টাকা গুনতে দেন। টাকা গুনে দেওয়ার সময় অপরিচিত ওই লোক রাশিদাকে একটি ছেঁড়া ৫০০ টাকার নোট দিয়ে ক্যাশ কাউন্টার থেকে পাল্টিয়ে আনতে বলে। রাশিদা নোটটি পরিবর্তন করে এসে দেখেন সেই লোক আর নেই। এ সময় চোর একটি মোবাইল ফেলে গেছে।

 রাশিদা বেগম বলেন, আমি বিশ্বাস করে ব্যাংকের মধ্যেই তাকে টাকাগুলো গুনতে দেই। কিন্তু মাত্র দু-এক মিনিটের মধ্যে এমন কাজ করবে মাথায় আসেনি। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছি। চোরের ফেলে যাওয়া মোবাইল এবং ব্যাংকের সিসিটিভির ফুটেজ অভিযোগের সঙ্গে জমা দিয়েছি।

সংশ্লিষ্ট অগ্রণী ব্যাংকের ম্যানেজার মো. রেজাউল শেখ বলেন, শুনেছি এক গ্রাহক টাকা তুলে একজন অপরিচিত লোককে দিয়ে টাকা গোনাচ্ছিলেন। পরে ওই টাকা নিয়ে অপরিচিত লোকটি পালিয়ে যায়। এ ব্যাপারে গ্রাহক রাশিদা বেগম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। চোরের ফেলে যাওয়া মোবাইল এবং ব্যাংকের সিসি টিভির ফুটেজ অভিযোগের সাথে জমা দেয়া হয়েছে। এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2