avertisements 2

পার্বত্য চট্রগ্রামে সেনাবাহিনীর অভিযান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ মে,শনিবার,২০২১ | আপডেট: ০৭:৫৯ এএম, ১১ মার্চ,সোমবার,২০২৪

Text

বান্দরবানের রুমা সেনা জোনের  সদস্যরা গত ১১ মে  মিনঝিরি পাড়ার উত্তরাঞ্চলে সশস্ত্র দুর্বৃত্তদের বিরুদ্ধে জুম্ম হাটে একটি সফল অভিযান পরিচালনা করে। অভিযোগ ছিলো সশস্ত্র গোষ্ঠী অস্ত্রের মুখে দরিদ্র জনগণকে জিম্মি করে বিপুল পরিমাণ অর্থ আদায় করছিল এবং দুর্বৃত্ত কার্যকলাপ চালিয়ে সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠার চেষ্টা করেছিল।

গোপন তথ্যের ভিত্তিতে রুমা জোনের একটি বিশেষ টহল দল দূর্গম ও কঠিন পাহাড়ী পথ পেরিয়ে গভীর রাতে এই অঞ্চলে  দুর্বৃত্তদের আস্তানার কাছে পৌঁছলে সন্ত্রাসীরা তাদের উপর এলোপাতাড়ি গুলি চালিয়ে থাকে। সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর টহল দল পাল্টা গুলি চালায় এবং উভয় পক্ষের সাথে গুলি বিনিময় শেষে  সন্ত্রাসীরা পালিয়ে যায়। এই তাদের পরিত্যক্ত আস্তানায় তল্লাশি চালিয়ে দুটি রাশিয়ার এসএমজি, তিনটি টি ম্যাগাজিন,১২ রাউন্ড এসএমজি গোলাবারুদ,৩ রাউন্ড পিস্তলের গোলাবারুদ , মাদক দ্রব এবং আরও অনেক জিনিস উদ্ধার করা হয়।

উল্লেখ্য যে, তাদের কার্যক্রমের একটি লক্ষ্য ছিলো আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে প্রভাবিত করার জন্য স্থানীয় জনগণের মধ্যে জোরপূর্বক আধিপত্য বিস্তার করা। এ ছাড়া দীর্ঘদিন ধরে এই সংগঠনটি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি লঙ্ঘন করে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অস্তিত্বকে সুপরিচিত করে পার্বত্য চট্টগ্রামকে দেশের মূল ভূখণ্ড থেকে পৃথক করে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার চেষ্টা ও প্রচার চালাচ্ছিল ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2