avertisements 2

ইউনিয়ন পরিষদ দুধ দিয়ে ধুয়ে দিলেন নবনির্বাচিত চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:৫২ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

ইউনিয়ন পরিষদের নির্বাচনে জয়ী হয়ে দায়িক্ত গ্রহণ করে পরিষদে বসার আগে সমস্ত পরিষদ দুধ দিয়ে দিয়ে ধুয়ে দিলেন নবনির্বাচিত চেয়ারম্যান রজব আলী বাবলু। মঙ্গলবার বিকেলে পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। ইউনিয়ন পরিষদ দুধ দিয়ে ধুয়ে দেওয়ার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে কৌতুহলী মানুষ পরিষদে দেখতে আসেন।

এমন ঘটনা অনেকে ছবি তুলে কেউবা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এমন ঘটনা সমস্ত চাটমোহর উপজেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনার বিষয়ে নব নির্বাচিত চেয়ারম্যান রজব আলি বাবলু বলেন, এই পরিষদে আগে অনেক অসামাজিক কার্যক্রম পরিচালিত হতো। তাই পরিষদকে পবিত্র করতে আমার কর্মী সমর্থকদের পানি দিয়ে ধুয়ে দিতে বলেছিলাম। তারা উৎসাহী হয়ে আনন্দ করে দুধ ও গোলাপ জল দিয়ে ধুয়ে দিয়েছে।

তিনি আরো বলেন, আজ বুধবার সকালে প্রথম পরিষদে যাওয়ার আগে আমি সেখানে ক্বারী মুসল্লী দিয়ে মিলাদ পরিয়ে আল্লাহর নাম নিয়ে পরিষদের প্রথম কর্ম দিবস শুরু করেছি। যেহেতু আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি মুসলমান তাই পরিষদকে পবিত্র করে নতুন ভাবে শুরু করেছি।

উল্লেখ্য- গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান রজব আলি বাবলু তার আপন ভায়রা সাবেক চেয়ারম্যান নূরুল ইসলামকে পরাজিত করেন। এই নির্বাচন ঘিরে উক্ত ইউনিয়নে বেশ কয়েকটি নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2