avertisements 2

আমাদের কথা সংগঠনের প্রথম বর্ষপূর্তি অভিষেক পালন

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১২:০০ এএম, ৭ অক্টোবর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:০৩ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

গত পহেলা অক্টোবর সিডনির আমাদের কথা নামের বাংলা সংস্কৃতি ভিত্তিক সংগঠনের ভার্চুয়ালি প্রথম বর্ষপূর্তির ধারাবাহিক অনুষ্ঠানসূচীর প্রথম অনুষ্ঠান পালন করলো | কোভিড বিধিনিষেধের কারণে এই বর্ষপূর্তির ভার্চুয়ালি উদযাপন করা হয়েছে | পঞ্চকন্যার এই সংগঠনের পুরোধা হলেন পূরবী পারমিতা বোস ও মঞ্জুশ্রী মিতা ।মডারেটরবৃন্দ হলেন নিলুফা ইয়াসমীন, কিশোয়ারে সুলতানা ও দ্বিপান্বিতা লোপা | এ ছাড়াও আছেন অনেক সক্রিয় সদস্য | এই সংগঠনটির জন্ম হয়েছে ২০২০ সালের ১৫ ই অক্টোবর | এর বৃষপূর্তির অভিষেক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের কথার সম্মানিত সদস্য সুচিত্রা কুন্ডু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার  স্বামী, সিডনির সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক ও কলামিস্ট ড. রতন কুন্ডু ও আমাদের কথার মডারেটর ও সিডনির সুকণ্ঠী গায়িকা নিলুফা ইয়াসমিন | ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন আমাদের কথার সব মডারেটর, সদস্যবৃন্দ ও সংস্কৃতিপ্রেমী শুভাকাঙ্খীরা | কারিগরি নিয়ন্ত্রণে ছিলেন আব্দুল্লাহ আল মামুন | সন্ধ্যে ৮ টায় অনুষ্ঠান শুরু হয় | পূরবী পারমিতা বোসের ভূমিকা ও স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় | অনুষ্ঠানে সুচিত্রা কুন্ডু পারিবারিক বোঝাপড়া ও সম্প্রীতির উপর কথা বলেন | তাঁর প্রকাশের সারল্য সবাইকে বিমোহিত করে | এরপর রতন কুন্ডু তাঁর কাব্য কথা মেঘদূত নিয়ে আলোচনার সূচনা করেন | নিলুফা ইয়াসমিন রতন কুন্ডুর আবৃত্তির পরে জনপ্রিয় সংগীত পরিবেশন করে সবাইকে আপ্লুত করেন | রতন কুন্ডুর পুঁথি পাঠ ও নিলুফা ইয়াসমিনের মধুর কন্ঠী সংগীত সবাইকে আপ্লুত করে | পূরবী ও নিলুফা আমাদের কথার লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ সম্পর্কে কথা বলেন ও ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরেন | একটি মননশীল সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেয়ার জন্য ভার্চুয়ালি অংশগ্রহণ করা সবাই আমাদের কথাকে অনেক সাধুবাদ জানান ও প্রতি শুক্রবারে এ জাতীয় অনুষ্ঠান আয়োজনের জন্য তাঁদের ইচ্ছের কথা জানান | 
প্রশান্তপারের দেশ অস্ট্রেলিয়াতে বাঙালি অভিভাষণের বয়স কাল মাত্র তিন দশকের | এর বহু আগে একজন দুজন করে এলেও এই পরিমণ্ডলে তাঁরা সামাজিক ভাবে বাংলা সংস্কৃতির প্রসার ঘটাতে পারেনি | ইদানিং বাংলা অভিবাসীর সংখ্যা জ্যামিতিক হারে বেড়েছে | ২০১৬ সালের পরিসংখ্যান অনুযায়ী এখানে বৈধ বাঙালির সংখ্যা ছিলো ৪১২৩৩ জন | এই সময়ের মধ্যে হাজার হাজার ছাত্র পড়াশুনা করতে অস্ট্রেলিয়া এসে সপরিবারে এখানেই থিতু হয়েছে | আজ অব্দি বাংলাদেশির সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়েছে বলে অনুমিত হচ্ছে | বিগত তিন দশকে বাঙালি সংগঠনগুলো সামাজিক অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ ছিলো | কিন্তু বিগত দশকে আগত ইয়ং জেনারেশন প্রচলিত বৃত্ত ভেঙে বাঙালি সংস্কৃতিকে আলাদা মাত্রা দিতে সক্ষম হয়েছে | 
অনেক নারীরা এগিয়ে এসেছে নতুন নতুন নারী সংগঠনের জন্ম দিয়েছে | সব গুলো সংগঠনের নেতৃত্বে আছেন নারীরা | সিডনিতে পূরবী পারমিতা বোসের নেতৃত্বে আমাদের কথা , ফারিয়া নাজিমের নেতৃত্বে ভবের হাট, তিশা তানিয়ার নেতৃত্বে ফাগুন হাওয়া, তাম্মি পারভেজের নেতৃত্বে বাংলাদেশ অস্ট্রেলিয়া ফ্যাশন এসোসিয়েশন, মৌসুমী সাহার নেতৃত্বে নৃত্যাঞ্জলি ডান্স একাডেমী, অর্পিতা সোম চৌধুরীর নাচের স্কুল ও ওয়েব ভিত্তিক সংগঠন হার্মোনিক মিরর, মাহমুদা রুনুর নেতৃত্বে কবিতার বিকেল, প্রয়াত শারমিন পাপিয়ার নেতৃত্বে আনন্দ ধারা, এলিজা আজাদ টুম্পার নেতৃত্বে গল্পকথা সংগঠন ও অস্ট্রেলিয়ায় নারী পরিচালিত প্রথম বাংলা পত্রিকা আরঙ্গ  সহ আরো অনেক সংগঠন | এ ছাড়াও মেলবোর্ন, পার্থ, ক্যানবেরা, ব্রিসবেন সহ আরো শহরগুলোতে গড়ে উঠেছে আরো অনেক নারী সংগঠন | বাংলাদেশের সংরক্ষণশীল সমাজে যে নারীরা নিগৃহীত ছিলো ও তাঁদের প্রতিভা বিকাশের কোনো সুযোগই পাননি তাঁরা অস্ট্রেলিয়া এসে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিচ্ছে | শুধুমাত্র নেতৃত্বই নয়, তাঁরা বাংলা ভাষা ও সংস্কৃতি প্রসারেও বিশেষ ভূমিকা রেখে চলেছে |

বিষয়:

আরও পড়ুন

avertisements 2