avertisements 2

কথিত এজিএম আয়োজনের দায়ে সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের তিন সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ জুন, বুধবার,২০২১ | আপডেট: ০৮:১১ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

গত ২৮ জুন সোমবার সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের কার্যকরী পরিষদের এক জরুরি সভায়, অন্তর্ঘাত মূলক কর্মকান্ড, বিভাজন সৃষ্টি ও  গঠনতন্ত্র লঙ্ঘন করে বহিরাগতদের নিয়ে অনুষ্ঠান করে তা সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের এজিএম দাবী করে প্রচার প্রচারনার দায়ে কার্যনির্বাহী কমিটির ৩ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ  করা হয়েছে। জুমের মাধ্যমে ভার্চুয়ালি  অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ড. এনাম হক। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আউয়াল খানের পরিচালনায় সংখ্যাগরিষ্ট নেতৃবৃন্দের উপস্থিতিতে অনেক গুরুত্বপূর্ণ সিদ্বান্ত গ্রহণ করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ড.ফজলে রাব্বি।

সিডনি লকডাউন ও করোনার সতর্কতার প্রতি লক্ষ্য রেখে বিশেষ এ সভায় সকলের উপস্থিতি ছিল লক্ষণীয়। সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে গঠনতন্ত্র লঙ্ঘন ও অন্তর্ঘাত মূলক কার্যক্রমে লিপ্ত থাকার দায়ে কার্যনির্বাহী কমিটির একজনকে বহিষ্কার ও অপর দুইজনকে কেন বহিষ্কার করা হবে না এই মর্মে কারণ দর্শানো নোটিশ পাঠানোর সিদ্বান্ত গ্রহন করা হয়।  

গত ২০ শে জুন কার্যকরী পরিষদের বিপথগামী দুইজন সদস্যকে সাথে নিয়ে বিতর্কিত এক সদস্য সিডনির কোনো এক রেস্তোরাঁয় বহিরাগতদের নিয়ে পূনর্মিলনীকে অনুষ্ঠানকে এজিএম বলে চালিয়ে দেবার অপকৌশলকে  হাস্যকর বলে অভিহিত করা হয় এবং সংগঠনকে নিজেদের ব্যাক্তিস্বার্থ চরিতার্থ করতে ফ্যাসিবাদী কায়দায় কুক্ষিগত করার অপচেস্টা  ঘৃণাভরে প্রত্যাখ্যান  করা হয় এবং তীব্র নিন্দা জানানো হয়।। সংবিধান না মেনে  সংগঠন পরিপন্থী বিতর্কিত অপকর্মের জন্য তিনজনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যাপারে সকলেই একমত পোষণ করেন।  বিভিন্ন রকম মানহানিকর বক্তব্য ও কুরুচিপূর্ণ ফেসবুকের পোস্টের কারণে ব্যক্তিগতভাবে ও সাংগঠনিক সহযোগিতায় মানহানির মামলা দায়ের করার আগ্রহ দেখিয়েছেন অনেকে।

আগামী ১৯ শে সেপেটেম্বর সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও ২০ আগস্টের মধ্যে সদস্যপদ নবায়নের ও  নতুন সদস্যপদে আবেদনের শেষ তারিখকে সামনে রেখে  সকলে ঐক্যবদ্ধভাবে কাজ এগিয়ে নেওয়ার জন্য মতব্যাক্ত করে।  সকল ঘৃন্য ষড়যন্ত্র ও অপপ্রচারকে রুখে দিয়ে, ইতিবাচক কাজের মাধ্যমে  সফল ও শক্তিশালী সংগঠন পরিচালনা করতে সকল সদস্যগণ তাদের দৃঢ় প্রতিজ্ঞা  ব্যাক্ত করেন।

avertisements 2