avertisements 2

কাবুলে আফগান প্রধানমন্ত্রীর সাথে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ সেপ্টেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৫:৩৪ পিএম, ২২ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৪

Text

কাতারের পররাষ্ট্র মোহাম্মদ বিন আল থানি কাবুলে এসেছেন। রোববার কাবুলে পৌঁছে তিনি তালেবানের অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দসহ তালেবান মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন।

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর কাবুলে বিভিন্ন ধরনের সহায়তা পৌঁছে দিচ্ছে কাতার। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে সহায়তাসহ কাবুল বিমানবন্দরে কারিগরি সহায়তাও প্রদান করছে মুসলিমবিশ্বের অন্যতম শীর্ষ সমৃদ্ধশালী এই দেশটি।

তালেবান জানিয়েছে, উভয়পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কসহ আফগানিস্তানে কাতারের মানবিক সহতায় নিয়ে কথা বলেছেন। তালেবানের একজন মুখপাত্র বলেন, কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, মানবিক সহায়তা, অর্থনৈতিক উন্নয়নসহ বিশ্বের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা হয়েছে।

তালেবানের এই মুখপাত্র বলেন, ‘দোহা চুক্তি’ একটি ঐতিহাসিক চুক্তি। সকল পক্ষকে এই চুক্তির শর্ত পালন করা উচিত।

প্রসঙ্গত, এই চুক্তি অনুসারে মার্কিন সেনারা আফগানিস্তান ত্যাগ করেছে। এর পরেই তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে।

তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন বলেন, কাতারের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরি করতে আগ্রহ দেখিয়েছে।

এছাড়া কাতারের পররাষ্ট্রমন্ত্রী আল থানি কাবুলে তালেবানের সঙ্গে দোহায় প্রধান শান্তি আলোচক আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গেও বৈঠক করেছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2