avertisements 2

অস্ট্রেলিয়ায় প্রবল ঝড়-বৃষ্টি-বন্যায় ১৮ জনের প্রানহানী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ মার্চ, বুধবার,২০২২ | আপডেট: ০৮:৩৪ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে গেল কয়েকদিনের ভারি বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় ডুবে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা। স্থবির হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

বন্যায় দুর্ভোগে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। বেশ কয়েকজন হতাহতের ঘটনাও ঘটেছে। তবে পরিস্থিতি মোকাবিলায় কাজ চলছে বলে জানায় প্রশাসন।

দেশটির কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্য থেকে এরইমধ্যে কয়েকহাজার স্থানীয় বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ত্রাণ কার্যক্রমের ধীরগতির কারণে অস্ট্রেলিয়ার বন্যা আক্রান্তদের মধ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে।
এরমধ্যেই আগামি দুই দিন আরও ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে সিডনিতে। 

এর ফলে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার প্রস্তুতির পরিবর্তে আবারও বন্যা মোকাবিলার জন্য প্রস্তুত হচ্ছেন বাসিন্দারা। গেল ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে প্রচণ্ড বৃষ্টি ও বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন দেশটির পূর্বাঞ্চলের বাসিন্দারা।

ঘরবাড়ি ছেড়েছেন কয়েক হাজার মানুষ। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। এখন পর্যন্ত বন্যায় ১৮ জন প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় অঞ্চলগুলোতে আরও সেনা সদস্য পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।

আরও পড়ুন

avertisements 2