Main Menu

তরুনেরা আর দেরী না

এক

তরুন দামাল আর দেরী না
তোমরা এখন করোনা সেনা
খবর নাও নিজের পাড়ার
কাটছে দিন ক্যামন কার

দুই

সরকাবী সব কড়া নোটিশ
প্রচার করো অহর্নিশ
সবার টনক নড়ানো চাই
দ্বিতীয় কোন উপায় নাই

তিন

নিজে পুরো সতর্ক রও
তারপরে হাতটা বাড়াও
নিজে বাঁচলে বাপের নাম
বাপ বাঁচানো কামের কাম

চার

সরকারী মাল চাউল চোরা
হাতে নাতে পরলে ধরা
ডান্ডা পেটাও আগাগোড়া
পুলিশ পরাউক হাত কড়া

পাঁচ

মেয়ে হও আর ছেলেই হও
নিজের প্লেট নিজেই ধোও
বাসার কাজে শ্রম দিলে
দুই পাখি মরে এক ঢিলে

ছয়

কাজের মানুষ দুরে র’লো
করোনা ঝুঁকি কমে গেলো
হাত পা নেরে ব্যায়াম হলো
অসার সময় কাজে দিল

সাত

বেতন দিয়ে দাও ছুটি
সাবান কিনুক, কিনুক রুটি
থাকুক তারাও নিরাপদে
স্বজন নিয়ে এই বিপদে

আট

তোমাদের এই প্রতিজ্ঞা হোক
“হবো না আমি করোনা বাহক
হতে চাই এর প্রতিষেধক ।
এই বিপদে এক সহায়ক । “


আজাদ আলম


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT