Main Menu

‘জীবনের গল্প আছে বাকি অল্প’ গাইলেন অসুস্থ এন্ড্রু কিশোর

এন্ড্রু কিশোর যাকে বলা হয় প্লেব্যাক সম্রাট। ক্যানসারে আক্রান্ত হয়ে বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

তার চিকিৎসার তহবিল সংগ্রহের জন্য সিঙ্গাপুরে কনসার্টের আয়োজন করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় সিঙ্গাপুরের জালান বুকিত মেরাহর গেটওয়ে থিয়েটারে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে গাইবেন সংগীতশিল্পী—সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমীন, মিতালী মুখার্জি ও মোমিন বিশ্বাস। এতে এন্ড্রু কিশোর উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এদিকে আজ সকালে এন্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাস একটি ভিডিও তার ফেসবুকে পোস্ট করেছেন। এতে দেখা যায়—বিছানায় বসে আছেন এন্ড্রু কিশোর। তার পাশে মোমিন বিশ্বাসসহ অনেকে রয়েছেন। কিছুক্ষণ পর ‘জীবনের গল্প’ শিরোনামে শ্রোতাপ্রিয় গানের অংশ বিশেষ যৌথভাবে গান এন্ড্রু কিশোর।

মুহূর্তেই নেট দুনিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়ে। অনেক ভক্ত ভিডিওর নিচে আবেগঘন মন্তব্য করেন। ৪০ সেকেন্ডের সেই ভিডিওতে এন্ড্রু কিশোরকে সবার সঙ্গে গলা মিলিয়েছেন অনেকেই। ভিডিওটিতে হাসি মুখেই দেখা যাচ্ছে এন্ড্রু কিশোরকে।

উল্লেখ্য শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা-রিরীক্ষার পর গত বছরের ১৮ সেপ্টেম্বর তার শরীরে নন-হজিকন লিম্ফোমা ধরা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তার চিকিৎসা শুরু হয়। গত তিন মাস ধরে তার চিকিৎসা চলছে তার। এখন পর্যন্ত তাকে ১৮তম কেমোথেরাপি দেওয়া হয়েছে। ক্রমান্বয়ে আরও শেষ ৬টি দেওয়া হবে।

এন্ড্রু কিশোরের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে, ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘আমার বুকের মধ্যে খানে’, ‘আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান’, ‘ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা’, ‘সবাই তো ভালোবাসা চায়’,‘আমি চিরকাল প্রেমের কাঙাল’ প্রভৃতি।

এন্ড্রু কিশোর সংগীতজীবন শুরু করেন আজিজ বাচ্চুর অধীনে প্রাথমিকভাবে সংগীতচর্চার মাধ্যমে। ১৯৭৭ সালে আলম খান সুরারোপিত ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রের ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানের মধ্য দিয়ে সিনেমার গানে প্রথম প্লেব্যাক করেন। এরপর অসংখ্য গানে তিনি প্লেব্যাক করেছেন। দেশের সাদাকালো যুগের নায়ক থেকে শুরু করে বর্তমান সময়ের নায়করাও তার গানে ঠোঁঠ মিলিয়েছেন। বাংলা চলচ্চিত্রের গানে অবদান রাখার জন্য তিনি কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT