avertisements 2

পৌরসভা নির্বাচনে নারিকেল গাছের কাছে, নৌকার ভরাডুবি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:১৮ পিএম, ৩০ ডিসেম্বর, বুধবার,২০২০ | আপডেট: ০৭:৪৪ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

প্রথম ধাপের পৌর নির্বাচনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইকরামুল হক বিপুল ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী কসিরুল আলমকে পরাজিত করে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। ইকরামুল হক নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৩৪৩ ভোট আর নৌকার প্রার্থী কসিরুল আলম ২ হাজার ৭৯০ ভোট পেয়েছেন।

সেই সাথে বিএনপির প্রার্থী (ধানের শীষ) প্রতীকে ২ হাজার ৭১৪ ভোট, বিএনপির বিদ্রোহী প্রার্থী (জগ) প্রতীক নিয়ে জয়নাল আবেদীন ৯৯৪ ভোট, জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল মার্কা) ৪২২ ভোট ও ইসলামিক আন্দোলনের প্রার্থী (হাত পাখা) ১৪৩ ভোট পেয়েছেন। সকাল ৮টা থেকে ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে।

এ পৌরসভায় মোট ভোটার ২১ হাজার ১৭৯ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৪৭ জন আর মহিলা ১০ হাজার ৬৩২ জন। নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া কাউন্সিলর পদে ৩২ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2