avertisements 2

ইসলামপন্থি সন্ত্রাসের কাছে হার মানবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৩৩ পিএম, ৩১ অক্টোবর,শনিবার,২০২০ | আপডেট: ০১:৩৬ পিএম, ১০ মার্চ,রবিবার,২০২৪

Text

ফ্রান্সের নিস শহরে গির্জায় ছুরি হামলার পর সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে। বিভিন্ন গির্জা এবং স্কুলগুলোর সুরক্ষায় মোতায়েন করা হচ্ছে বাড়তি ৪ হাজার সেনা। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এই হামলাকে উন্মত্ত ‘ইসলামপন্থি সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন, ফ্রান্স নিজেদের মূল্যবোধ বিসর্জন দেবে না।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকালে নিস শহরে ছুরিকাঘাতে তিনজন নিহত হন। আহত হন বেশ কজন। এমন ঘটনা পুনরাবৃত্তি ঠেকানোর পাশাপাশি সাধারণ মানুষের সুরক্ষায় গুরুত্বপূর্ণ স্থানে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী ২১ বছর বয়সের এক তিউনিসীয়। তার নাম ব্রাহিম আইউসাওয়ি। এ তরুণ সেপ্টেম্বরে নৌকায় করে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে পৌঁছায়। সেখানে তাকে করোনাভাইরাস মোকাবিলা বিধি অনুযায়ী কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। তারপর তাকে ছেড়ে দেওয়া হয় এবং ইতালি থেকে চলে যেতে বলা হয়। তারপরই এ মাসে সে ফ্রান্সে পৌঁছায়।

এদিন নিসে এ হামলার ঘটনার পাশাপাশি ফ্রান্সের আরেক শহর আভিনিওঁ এর কাছে এবং সৌদি আরবের ফরাসি কনস্যুলেটেও পৃথক দুটি হামলা হয়।

হামলাস্থল পরিদর্শনের পর ম্যাক্রোঁ বলেছেন, “আমরা যদি আরও একবার হামলার শিকার হই, তাহলে তা আমাদের মূল্যবোধ: স্বাধীনতা, স্বাধীন বিশ্বাস এবং সন্ত্রাসের কাছে মাথা নত না করার জন্যই হব।”

“আজ আমি আবার পরিষ্কার করে বলছি, আমরা কোনওকিছুই আত্মসমর্পণ করব না।” এ ধরনের হামলার মুখে ফ্রান্সকে একতাবদ্ধ হতে হবে; কোনওরকম বিভক্তির কাছে নতি স্বীকার করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য সম্প্রতি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ইসলাম এবং মুসলামনদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার প্রতিবাদে বিশ্বে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এর মধ্যে ফ্রান্সে এমন হামলার ঘটনা ঘটল।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2