avertisements 2

ক্ষমতা  মানেই  ক্ষমতাহীনতা

রাশেদুল ইসলাম
প্রকাশ: ১১:৫৪ পিএম, ১৬ অক্টোবর,শুক্রবার,২০২০ | আপডেট: ০৪:৩৪ এএম, ২৫ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৪

Text

আমরা ক্ষমতা ভালবাসি । ক্ষমতার বড়াই করে আনন্দ পাই । আর এই ক্ষমতার বড়াই করার দিক দিয়ে  ধনী দরিদ্রের মধ্যে কোন পার্থক্য নেই । অন্তত এই একটি ক্ষেত্রে আমাদের দেশে ধনী দরিদ্র সকলেই এক কাতারে অবস্থান করে । এ কারণে আমাদের সমাজে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, যে কখনও কাউকে বলেনি, ‘তুই আমাকে চিনিস নে’ বা ‘তুই আমাকে চিনিস’ ? এমনকি ক্ষমতার দাপটে অন্ধ হয়ে আমরা অনেক সময় নিজের বাবামাকেও বলে ফেলি ‘তোমরা আমাকে চেন না’ …ইত্যাদি ইত্যাদি ।


আমি আইন বিষয়ে  বিশেষজ্ঞ কেউ নই । তবে আমার সাধারন জ্ঞানে মনে হয়েছে, ক্ষমতা বলতে আইনানুগ ক্ষমতাকে  বুঝায়। মজার ব্যাপার আইনানুগ ক্ষমতা  মানুষকে যে ক্ষমতা দেয়, তা মানুষকে ক্ষমতাবান করে না; বরং ক্ষমতাহীন করে। যেমন আইনে সবচেয়ে বেশী ক্ষমতা দেওয়া হয়েছে মহামান্য বিচারককে । একজন বিচারক অপরাধীকে  মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারেন । কিন্তু বিচারের একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে । একজন বিচারকের নিজের সামনে যদি কাউকে হত্যা করা হয়, তাহলেও এই প্রক্রিয়ার বাইরে তিনি সেই হত্যাকারিকে কোন শাস্তি দিতে পারেন না । হত্যাকারিকে শাস্তি দিতে হলে, সেই হত্যাকাণ্ডের জন্য একটি মামলা রজু হতে হবে, মামলার বাদি বিবাদি থাকতে হবে, সাক্ষী থাকতে হবে । দীর্ঘ সওয়াল জবাবের পর কোন চাক্ষুষ সাক্ষী না থাকার কারণে খুনের আসামী বেকসুর খালাস পেতে পারে । বিচারক নিজে চাক্ষুষ সাক্ষী হয়েও কিছুই করতে পারেন না । এমনকি বিচারক হওয়ার কারণে তিনি সেই মামলায় কোন সাক্ষ্যও দিতে পারেন না। কারণ আইনে কোন  ব্যক্তিকে ক্ষমতা  দেওয়া হয় না; ক্ষমতা দেওয়া হয় তাঁর চেয়ারকে । একারণে বিচারকের আসনে বসা বিচারককে মহামান্য বিচারক বলা হয় না, বলা হয় মহামান্য আদালত । তাই আইন কোন  ব্যক্তি মানুষকে  ক্ষমতাবান করে না; বরং তাঁকে ক্ষমতাহীন করে । আইন তাঁকে  একটা নিয়মের জালে বেঁধে ফেলে । 


এখন প্রশ্ন-
ক্ষমতা যদি মানুষকে ক্ষমতাহীন করে, তাহলে আমরা সমাজে ক্ষমতার এত দাপট দেখি কেন ? 
এ প্রশ্নের এককথার জবাব এই যে, কেউ যদি ক্ষমতার কোন অপব্যবহার না করে, তাহলে তার কোন ক্ষমতাই  নেই । তারমানে আমরা সমাজে  ক্ষমতার যে  দাপট দেখি,  তা ক্ষমতা নয়; ক্ষমতার অপব্যবহার মাত্র । ক্ষমতার অপব্যবহারকে আমরা ক্ষমতা বলি । আর ক্ষমতার অপব্যবহারকে ক্ষমতা বলার মধ্য দিয়ে আমরা এ ধরণের ক্ষমতাকে বৈধতা দিয়ে ফেলেছি । তাই, যেকোন ভাবেই কেউ ক্ষমতাবান হয়ে উঠলে আমরা তাকে সম্মান করি । 


আমার ছেলেবেলায় দেখেছি, সমাজে কালোবাজারি বা সুদখোর কেউ অনেক সম্পদের মালিক হলেও,  তাকে সামাজিক  বিচারের কোন মজলিশে ডাকা হত না । তারা নিজেরাও নিজেদের গুটিয়ে রাখতেন । কিন্তু, স্বাধীনতার পর থেকেই  এ অবস্থার পরিবর্তন হওয়া শুরু হয় । সমাজে একঘরে হয়ে থাকা অসৎ মানুষের ঢাকঢাক গুড়গুড় ভাব কেটে যেতে থাকে । আর,  এখন তো অসৎ মানুষের দোর্দণ্ড প্রতাপে সৎ মানুষগুলোই একঘরে হয়ে গেছে ।   
(চলবে)
ইস্কাটন, ঢাকা । ২ অক্টোবর, ২০২০ । 
 


 

বিষয়: ক্ষমতা
avertisements 2