avertisements 2

সিডনি থেকে হারিয়ে যাওয়া বাংলাদেশী ছাত্রের সন্ধান ১৬ বছরেও মেলেনি 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৫ পিএম, ২৫ সেপ্টেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ০৪:৩৮ এএম, ২৪ এপ্রিল, বুধবার,২০২৪

Text

নিউ সাউথ ওয়েলসের আর্মিডেল থেকে নিখোঁজের ১৬ বছরেও সন্ধান মেলেনি কিংসফোর্ডের এনএসডব্লিউ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী ছাত্র আসিফ হাদির। ২০০৪ সালের ৯ ফেব্রুয়ারি আসিফ হাদি সিডনি থেকে  প্রায় ৫০০ কিলোমিটার দুরে আর্মিডেল শহরে বেড়াতে যায় এবং  স্হানীয়   অ্যাবটসলিহ মোটর ইন নামে একটি মোটেলে ওঠে। ১১ ই ফেব্রুয়ারি দুপুর ১.২০ মিনিটে সে একটি লাল মঙ্গুজ মাউনটেইন বাইক ভাড়া নেয় এবং  ১২ ই ফেব্রুয়ারি সে মোটেলটি ত্যাগ করে। এই সময় সে মোটেলের মালিককে জানায় যে, সে শহরের চারপাশে ঘুরতে যাচ্ছে কিন্তু এর পর  সে কখনো ফিরে আসেনি এবং বাইক ও ফেরত দেয়নি।পুলিশ আর্মিডেল অঞ্চলে ব্যাপক অনুসন্ধান করে এবং স্থানীয়দের সাথে কথা বলেও তাকে খুঁজে পেতে ব্যর্থ হয়।

মোটেলে হাদির কোন  জিনিসপত্র পাওয়া যায়নি এবং ২০০৪ সালের ৮ ই ফেব্রুয়ারি পর থেকে তার মোবাইল থেকে কোন কল আসেনি বা করাও হয়নি। হাদি বাংলাদেশেও তার কোন  আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করেনি  এবং কিংসফোর্ডে তার ফ্ল্যাটমেটরা তাকে ১০ ফেব্রুয়ারি থেকে আর দেখেনি। নিখোজ হওয়ার সময় আসিফ হাদির বয়স ছিলো ২১ বছর। নিখোঁজের ১৬ বছরেও অস্ট্রেলিয়ান পুলিশ বিভাগ তার নিখোঁজের রহস্য উদঘাটন করতে পারেনি। আজ ২৫ সেপ্টেম্বর নিউ সাউথ ওয়েলস পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিখোঁজের ব্যাপারে তথ্য চাওয়া হয়েছে। কোন তথ্য থাকলে 1800 333 000 ফোন করে ক্রাইম স্টপার্সের দপ্তরের অথবা https://www1.police.nsw.gov.au/ সাথে যোগাযোগ করার আহবান জানানো হয়েছে।


 

বিষয়: নিখোঁজ

আরও পড়ুন

avertisements 2