Main Menu

অধ্যাপক আনু মুহাম্মদ ও তার স্ত্রী কোভিড পজেটিভ

অধ্যাপক আনু মুহাম্মদ ও তার স্ত্রী শিল্পী বড়ুয়া কোভিড পজেটিভ হয়েছেন। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নমুনা পরীক্ষার রেজাল্টে তাদের করোনা পজিটিভ আসে। শ্রমিক ও নারী অধিকারকর্মী তাসলিমা আখতার এ তথ্য নিশ্চিত করেছেন। আনু মুহাম্মদ জানান, তারা আপাতত ভালো আছেন, আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

তাসলিমা জানান, প্রথমে শিল্পী বড়ুয়ার কভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসার পর তিনি গত মঙ্গলবার ঢাকা মেডিকেলে ভর্তি হন। পরে শুক্রবার তিনি সেখান থেকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন।

তাসলিমা আরও জানান, আনু মুহাম্মদের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে শনিবার। রোববার তিনিও মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হবেন।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT