Main Menu

শিশু গৃহকর্মীকে নির্যাতনের দায়ে স্বামীসহ শাবিপ্রবি শিক্ষক গ্রেফতার

শিশু গৃহকর্মীকে নির্যাতনের দায়ে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন ও তার স্বামী সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ।

গেল দুই সপ্তাহ ধরে গৃহকর্মীকে (১২) নানা অজুহাতে বেধড়ক মারধর করে আসছিলেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগ আছে, ক’দিন আগেও লোহার পাইপ দিয়ে নির্মমভাবে মেরে ওই শিশু গৃহকর্মীকে বাসায় আটকে রেখেছিলেন সাবিনা ও সোহাগ।

একপর্যায়ে গতকাল বৃহস্পতিবার ঘরের দরজা খোলা পেয়ে পালিয়ে যায় ওই গৃহকর্মী। পরে পাশের বাসার আরেক গৃহকর্মীর সহযোগিতায় ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে নির্যাতনের ঘটনা জানায়। পুলিশ সিলেট শহরতলীর আখালিয়ার সুরমা আবাসিক এলাকার রেনেসা ১১ নম্বর বাসায় গিয়ে ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালি থানায় নিয়ে আসে।

এসব তথ্য নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া বলেন, ‘গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে বৃহস্পতিবার বিকেলে পুলিশ সাবিনা ইয়াসমিন ও তার স্বামী সোহাগকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। রাত ১২টার দিকে গৃহকর্মীর বাবা আবুল কাশেম বাদী হয়ে শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে থানা হেফাজতে পাঠানো হয়।’

এ বিষয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক জানিয়েছেন, নির্যাতিত শিশুটিতে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ মুহূর্তে নির্যাতনের শিকার ওই শিশু গৃহকর্মীকে চিকিৎসা শেষে পুলিশের ভিকটিম সার্ভিস সেন্টারে রাখা হয়েছৈ বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

ব্রেকিংনিউজ


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT