Main Menu

ঐশ্বরিয়ার শারীরিক অবস্থার আরো অবনতি

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত সাবেক বিশ্বসুন্দরী বলিউড সুপার স্টার ঐশ্বরিয়ার রায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

চিকিৎসার জন্য বর্তমানে তিনি মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি আছেন। সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।

৪৬ বছর বয়সী এই অভিনেত্রীর শরীরে কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হন। তার একমাত্র কন্যা আরাধ্যারও কোভিডি-১৯ সংক্রমণ রয়েছে।

করোনা শনাক্ত হওয়ার পর থেকে মুম্বাইয়ে বচ্চনদের বাড়ি জলসায় সেলফ আইসোলেশনে ছিলেন ঐশ্বরিয়া।

ঐশ্বরিয়ার শ্বশুর অমিতাভ বচ্চন এবং স্বামী অভিষেকও নানাবতী হাসপাতালেই রয়েছেন। গত সপ্তাহে তাদের শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে।

ফলে জলসাসহ বচ্চন পরিবারের মালিকানাধীন আরও তিনটি বাংলো বৃহৎ মুম্বাই কর্পোরেশন বা বিএমস সিলগালা করে দেয়। তবে অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন একমাত্র কোভিড-১৯ নেগেটিভ বলে খবরে জানানো হয়।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT