Main Menu

দিনভর প্রার্থনা

তারিকুল খান

হে মহান শ্রষ্টা প্রার্থণা আমার:

তুমি আমাদের ভালবাস তাই মুখোশগুলো খুলে ফেল মিথ্যাচারের ভেলায় চড়া বন্ধুসাজা মানুষগুলোর।

ভালবাস তাই মুক্ত কর পবিত্র দেশের, অত্যাচারীর প্রাসাদ ঘরে বেঁচে মরা, গরিবজাতের মান হারানো নারীগুলো,

ভালবাস তাই ফিরিয়ে দাও, খুনির হাতে ছিনিয়ে নেয়া জীবনগুলো;

ভালবাসো তাই উপরে ফেল হিংসুকের শান দেয়া দন্তগুলো।

ভালবাস তাই ফিরিয়ে নাও চুষে খাওয়া দুনিয়াজোড়া শোষকগুলো।

ভালবাস তাই ঘুষখেকোদের করে দাও ময়লা খেকো শুয়োরমুখো।

ভালবাস তাই নপুংষক কর নরক কীট ধর্ষকগুলো।

ভালবাস তাই শুন্য কর সাগরভরা ব্যোম কামানের জাহাজগুলো।

ভালবাস তাই খালি কর বিশ্বব্যাপি অনু বোমার খোঁয়ারগুলো।

ভালবাস তাই তুলে ফেল বিশ্বজোড়া সীমান্ত ঘেরা দেয়াল কিবা কাঁটাতারের বেড়াগুলো।

ভালবাস তাই ছিঁড়ে ফেল জাত পাতের পাসপোর্ট ভিসার পাতাগুলো।

শুধু এই কামনা তোমার কাছে
সন্ধ্যা দুপুর প্রভাতকালে।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT