Main Menu

বাংলাকথার নিয়মিত লেখক রাশেদুল ইসলামের সচিব পদে পদোন্নতি

এনজিও বিষয়ক ব্যুরোর নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ও বাংলাকথার পাঠকপ্রিয়  লেখক মো. রাশেদুল ইসলাম।যশোরের কৃতী সন্তান ও বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দীন আহমেদ শিক্ষা ও কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা রাশেদুল ইসলাম এই সময় অতিরিক্ত সচিব থেকে সচিব পদমর্যাদায় পদোন্নতি পেয়েছেন। গত ১ জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তমিজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্তি সচিব রাশেদুল ইসলামকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে
 যশোরের চৌগাছা উপজেলার ধূলিয়ানী ইউনিয়নের মুক্তারপুর গ্রামের মরহুম সামসুজজোহা ভাটাই বিশ্বাস ও জোবেদা খাতুনের পুত্র রাশেদুল ১৯৬২ সালের ৫ জুন জন্মগ্রহণ করেন। ৪ ভাই ৬ বোনের মধ্যে কনিষ্ঠ সন্তান রাশেদুল ইসলাম ১৯৭৮ সালে এসএসসিতে মানবিক বিভাগে যশোর বোর্ডে মেধা তালিকায় স্থান দখল করেন; ১৯৮০ এমএম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় স্থান দখল করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৬ সালে ৮ম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারের প্রশাসনে যোগদান করেন। ১৯৫৪ সালে জাতীয়  নির্বাচনের প্রাক্কালে যুক্তফ্রন্টের প্রার্থীদের পক্ষে ঝটিকা নির্বাচনী সফরের অংশ হিসেবে রাশেদুল ইসলামের নিকটাত্মীয় বঙ্গবন্ধু সহকর্মী দেশবরেণ্য আইনজীবী শহীদ মশিয়ূর রহমানের সাথে  মুক্তারপুর গ্রামের স্কুলের মাঠে নির্বাচনী সভা করেন বঙ্গবন্ধু  । সে রাতে বঙ্গবন্ধু (শেখ মুজিব)দলবল সহ রাশেদুল ইসলামের পিতা মরহুম সামসুজজোহা ভাটাই বিশ্বাসের বাড়িতে খাওয়া-দাওয়া ও রাত্রিযাপন করেছিলেন । তার পিতা ছিলেন তৎকালীন চৌ-সিংহঝুলি ইউনিয়ন বোর্ডের (৩২ গ্রাম নিয়ে গঠিত) প্রেসিডেন্ট ।

রাশেদুল ইসলামের বড় ভাই রবিউল ইসলাম এবং ছোট বোনের স্বামী মরহুম রবিউল ইসলাম তারা দুজনেই বীর মুক্তিযোদ্ধা। রাশেদুল ইসলাম এর আগে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বিভাগে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড, শিক্ষা মন্ত্রণালয়, রাষ্ট্রপতির কার্যালয় (জন বিভাগ), স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং সর্বশেষ তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করেন। তার সহধর্মিনী শারমিনা সুলতানা ঢাকা মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান। 

এদিকে, অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি পেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এনজিও ব্যুরোর মহাপরিচালক নিযুক্ত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন  অস্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও জেস ফাউন্ডেশনের চেয়ারপারসন  এনাম হক,  বাংলাকথার প্রকাশক ও সম্পাদক  সালেহা হক, নির্বাহী সম্পাদক আউয়াল খান,যুগ্ম সম্পাদক মোঃ শফিকুল আলম, বিশেষ প্রতিনিধি ডঃ অজয় কর,বাংলাদেশ প্রতিনিধি  নাদির হোসাইন সহ বাংলাকথার সকল সদস্য।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT