Main Menu

স্পেনে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা শূন্য

গত ২৪ ঘণ্টায় স্পেনে মৃতের সংখ্যা শূন্যতে দাঁড়িয়েছে। করোনা মহামারিতে ৪ মার্চে ১ জন মৃত্যুবরণ করার পর টানা ৯১ দিনে প্রতিদিনই মানুষ মৃত্যুবরণ করেছে। মৃতের সংখ্যা হাজারের কাছাকাছি থেকে ৫০০ এর মধ্যে ছিল প্রায় দুই সপ্তাহের ওপরে। তবে, মহামারিকালীন আজই প্রথম বিরতি নিলো মৃত্যুদূত।

৩১ মে মৃত্যুবরণ করেছিল ২ জন। আজকে নতুন আক্রান্তের সংখ্যা ৭১ জন। গতকাল এ সংখ্যা ছিল ৯৬ জনে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৬৩৮ জন। মৃত্যুবরণ করেছে ২৭ হাজার ১২৭ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৮৭৯ জন।

স্পেনের স্বাস্থসেবার ইতিহাসে সবচেয়ে বড় স্থবির সময় চলছে এখন। করোনা মহামারিকে সামাল দিতে গিয়ে অন্যান্য স্বাস্থ্যসেবার জট বর্তমানে চরম অবস্থায় আছে। অপেক্ষার তালিকায় শুধুমাত্র অপারেশনের রোগীর সংখ্যা করোনা মহামারির আগে ছিল ৭ লাখ ৪ হাজার ৯৯৭ জন। এর মধ্যে শুধু কাতালোনিয়ায় জরুরি অপারেশনের জন্য অপেক্ষার তালিকায় আছে ৭০ হাজার রোগী।

করোনার চরম সঙ্কটের সময় এসব রোগীদের চিকিৎসা করানো সম্ভব হয়নি। এছাড়া বর্তমানে অপারেশন করানোর সিডিউল পেতে প্রতি রোগীকে বর্তমানে গড়ে ১২১ দিন অপেক্ষা করতে হবে।

সব মিলিয়ে এই অপেক্ষমান রোগীর তালিকা দীর্ঘ হয়ে বর্তমানে এর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লাখ ৬৯ হাজার ২৩০ জনে। অপেক্ষমান রোগীর সংখ্যা কাতালোনিয়ায় সবচেয়ে বেশি, ১ লাখ ৭৩ হাজার ৬৯৪ জন, আন্দালুসিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার ৬৫৫ জন। মাদ্রিদে ৫৮ হাজার ১৪৬ জন।

শুধু অপারেশন ছাড়াও সাধারণ কনসাল্টের জন্যও সিডিউল জটে পড়েছে স্পেনের স্বাস্থ্য বিভাগ। অনেক রোগীর ক্ষেত্রে জরুরি ভিত্তিতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাসহ চিকিৎসা সেবা প্রয়োজনীয় হলেও পরিস্থিতির কারণে ডাক্তার তাদের চিকিৎসা সেবা দিতে পারছেন না।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT