Main Menu

করোনা তুমি চলে যাও

নজমুল হেলালের কবিতা

করোনা তুমি চলে যাও আর ব'লে যাও
আসবো না আর কোনদিন
করো অনুতাপ চাও ক্ষমা হয়োনা মানুষের দুর্দিন
হে মানুষঃ
যদি না মানো কথা আবারও আসবো আমি
আরও ভয়ঙ্কর আরও ভয়াবহ ভুবন হয়ে
করে দিতে তছনছ সাজানো সংসার তোমাদের।

বৈষম্যের জগৎ থেকে
ইকোনমিক্যাল ডিস্টেন্স কমাও
লাগামহীন বিলাসী জীবন থেকে ফিরে এসো
বন্ধ করো অপচয় অপকর্ম অপরাধ পাপ
আত্ম সমর্পণ করো সৎ ও সত্যের কাছে শর্তহীন
করোনা তুমি চলে যাও আর ব'লে যাও
আবারও আসবো অলিতে গলিতে পৃথিবীর
যদি না মানো হিতোপদেশ প্রভুর বাণী অমৃত সমান।

স্বাস্থ্য আর শিক্ষা খাতে বাড়াও বরাদ্দ
অস্ত্রহীন বিশ্ব বানাও দূর করো যুদ্ধংদেহী মনোভাব
জাতপাত বর্ণবাদের নিকুচি করো
ঘরে ঘরে জ্বালো শিক্ষা আর স্বচ্ছলতার আলো
নেতা হও ন্যায় বিচারক আর বন্ধু একই সাথে
হিংসার অনল নিভিয়ে ভালবাসার হও স্নিগ্ধ আলো।

নেবে আর দেবে প্রেম
পুড়ে পুড়ে হবে খাঁটি সোনা
কিংবা তার চেয়েও হবে মহান কিছু অম্লান আনন্দ।
তবুও সুখের কূল ভাঙা ঢেউ হয়ো নাকো আর।
তাই বলছিলাম  তুমি চ'লে যাও! 


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT