Main Menu

এপেক্স গ্রুপের চেয়ারম্যান মঞ্জুর এলাহী ও তার স্ত্রী করোনা আক্রান্ত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী এবং তার স্ত্রী অধ্যক্ষ নিলুফার মঞ্জুর। শনিবার রাতে তাদের ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বর্তমানে তার বাবা সৈয়দ মঞ্জুর এলাহী (৭৮) বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। আর মা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।

তৃতীয়বার পরীক্ষার পরে নিলুফার মঞ্জুরের করোনা পজিটিভ আসে বল জানান তিনি। দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা মঞ্জুর এলাহী। এছাড়া তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লি.-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT