Main Menu

সূর্য শীতল হয়ে আসছে, বিজ্ঞানীরা বলছে ‘ভ'য়ংকর দু'র্যোগ’

ভ’য়াবহ করোনা ভাইরাসের মধ্যে আরেকটি ভ’য়ানক খবর দিল নাসার বিজ্ঞানীরা। নাসার বিজ্ঞানীরা বলছে, সূর্য শীতল হয়ে আসছে। এটা সূর্যের এক প্রকার ‘লকডাউন’ বলেই তারা ধারণা করছেন। এর ফলে বিশ্বে তাপমাত্রা কমে যাবে।
ভ’য়াবহ করোনা ভাইরাসের মধ্যে আরেকটি ভ’য়ানক খবর দিল নাসার বিজ্ঞানীরা।

না’সার বিজ্ঞানীরা বলছে, সূর্য শীতল হয়ে আসছে। এটা সূর্যের এক প্রকার ‘লকডাউন’ বলেই তারা ধারণা করছেন। এর ফলে বিশ্বে তাপমাত্রা কমে যাবে পৃথিবী আরও শীতল হয়ে উঠবে। এছাড়া বিশ্বজুড়ে ভূমিকম্প ও দুর্ভিক্ষের মতো ভয়ংকর দুর্যোগ দেখা দেবে বলেও জানিয়েছে তারা।

সূ’র্যের তাপমাত্রা কমে আসার ফলে সম্ভাব্য দুর্যোগের এই খবর দিয়েছে নিউইয়র্ক পোস্ট।এদিকে
যুক্তরাষ্ট্রের সাবেক এক শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা জানান, সূর্যের তাপ কমে আসার কারণে যুক্তরাষ্ট্র তার আধুনিক ইতিহাসের এক ভ’য়াবহ শীতকালের মুখোমুখি ‘হতে চলেছে। নিউইয়র্ক পোস্ট ওই প্রতিবেদনে বলেছে, সূর্য বর্তমানে ‘সোলারমিনিমাম’ পরিস্থিতিতে রয়েছে।

এ’র ফলে পৃথিবীতে সূর্যের স্বাভাবিক সময়ে সরবরাহ করা তাপমাত্রা অনেক কমে গেছে। অর্থাৎ পৃথিবীর প্রতি সূর্যের কার্যকলাপ নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে ‘এ কারণে বিশ্ববাসী সামনে এমন গভীরতম একসময়ের ভেতরে প্রবেশ করতে যাচ্ছে, যেসময়ে সূর্যের আলো কার্যত অদৃশ্য হয়ে যাবে- বলছেন বিশ্বখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ড. টনি ফিলিপস।

তি’নি বলেছেন, সূর্যের সোলার মিনিমাম চলছে। এটি অত্যন্ত গভীর। সানস্পটগণনাগু’লো থেকে বোঝা যাচ্ছে এটি বিগত শতাব্দীর সবচেয়ে গভীরতম অবস্থানে রয়েছে। সূর্যের চৌম্বকীয় শক্তি দুর্বল হয়ে পড়েছে। এর মানে হলো সৌরজগতে অতিরিক্ত মহাজাগতিক শক্তির প্রবেশের আভাস পাওয়া যাচ্ছে।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT