Main Menu

করোনায় দুদক পরিচালকের মৃত্যু

করোনাভাইরাসে আ'ক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন পরিচালক আজ সোমবার সকালে মা'রা গেছেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. রেজাউল আলম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। দুদকের ওই পরিচালক রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা'রা যান। মা'রা যাওয়া দুদক পরিচালক প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি বেশ কিছু দিন ধরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মো. রেজাউল আলম ও মা'রা যাওয়া দুদক পরিচালক প্রশাসন ক্যাডারের একই ব্যাচের কর্মকর্তা। মো. রেজাউল আলম প্রথম আলোকে বলেন, আজ সকাল সাড়ে সাতটার দিকে দুদকের ওই পরিচালক মা'রা

যান। তিনি প্রায় স'প্ত াহখানেক ধরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুদকের মা'রা যাওয়া কর্মকর্তার আরেক সহকর্মী বলেন, তাঁকে কৃত্রিম শ্বা'সপ্রশ্বা'স দেওয়া হচ্ছিল। গতকাল রোববার তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয় বলে তাঁরা শুনেছিলেন। কৃত্রিম শ্বা'সপ্রশ্বা'সব্যবস্থার প্রয়োজন হবে না বলে আশা করা হচ্ছিল। কিন্তু আজ ভোরে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। Lifebuoy Soap দুদকের এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। প্রশাসন ক্যাডারে যোগ দেওয়ার আগে তিনি ১৭তম বিসিএস শিক্ষা ক্যাডারে কাজ করেন। স্ত্রী, সন্তানসহ ঢাকায় থাকতেন তিনি। তিনি অসুস্থ হওয়ার পর থেকে তাঁর স্ত্রী-সন্তান আইসোলেশনে আছেন।

গতকাল শনিবার স্বাস্থ্য অধিদ'প্ত র জানায়, ৮ মা'র্চ থেকে দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৮৮। মা'রা গেছেন ৯ জন। সুস্থ ৩৩ জন।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT