Main Menu

এবার নিজেই অ’সুস্থ ক’রোনা ফা’ইটার ফ্লোরা

ক’রোনা ফাইটার’ হিসেবে পরিচিত স্বাস্থ্য অধিদফতরের রো’গতত্ত্ব, রো’গ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা অ’সুস্থ হয়ে পড়েছেন।

একটি সূত্র জানিয়েছে, তার র’ক্তচা’প পড়ে গেছে। এ কারণে বৃহস্পতিবার দুপুর ১২টার নিয়মিত ব্রিফিংয়ে তিনি আসতে পারেননি। তিনি তার অফিসেই রেস্টে আছেন বলে জানা গেছে। সং’ক্র’মণ নিয়ে প্রতিদিন সংবাদ মাধ্যমে ব্রিফ করে আসছেন সেব্রিনা ফ্লোরা।

এদিকে বাংলাদেশে ক’রোনাভা’ইরাসেে নতুন করে তিনজন আ’ক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদ'প্ত রের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। এ নিয়ে দেশে মোট আ’ক্রান্তের সংখ্যা ১৭-তে দাঁড়াল।

আবুল কালাম আজাদ জানান, নতুন করে আ’ক্রান্ত তিনজনই একই পরিবারের সদস্য। তাদের মধ্যে একজন নারী ও দু’জন পুরুষ। আ’ক্রান্ত ওই নারীর বয়স ২২ বছর। পুরুষ দুইজনের বয়স যথাক্রমে ৬৫ ও ৩২ বছর। আ’ক্রান্তদের পরিবারের একজন ইতালি ফেরত।

তিনি আরো জানান, এখন পর্যন্ত এই ভাই’রাসে আ’ক্রান্ত হয়ে দেশে মৃ'’তের সংখ্যা একজনই।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT