Main Menu

আর কিনতে পারবেন না গ্রামীণফোনের সিম!

বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল অপারেটর গ্রামীণফোনের সিম আর পাওয়া যাবে না বাজারে। বর্তমানে বাজারে থাকা গ্রামীণের দুইটি সিরিয়াল ০১৭ ও ০১৩ এর সব সিম আগামী এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। পুরানো বন্ধ সিম রিসাইকেল করার অনুমতি না পাওয়াতেই এই অবস্থা হয়েছে বলে জানা গেছে। তথ্যগুলো জানিয়েছেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান।

ইয়াসির আজমান বলেন, গ্রামীণফোনের যেসব সিম বাজারে রয়েছে তা এক থেকে দুই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। ফলে বাজারে গ্রামীণফোনের সিম (০১৭ ও ০১৩ নম্বর সিরিজ) পাওয়া যাবে না। আমাদের হাতে কোনো সিম নেই। খুচরা বিক্রেতাদের হাতে কিছু সিম রয়েছে। সেগুলো শেষ হয়ে গেলে বাজারে আর সিম পাওয়া যাবে না। তিনি আরও বলেন, গ্রাহকদের চাহিদা মেটাতে প্রতিদিন গ্রামীণফোন ৫০ হাজার সিম বাজারে ছাড়ে। গ্রামীণফোন তাদের পুরনো ০১৭ কোডের দশ কোটি নম্বর বিক্রি করার পর ২০১৮ সালের সেপ্টেম্বরে ০১৩ নম্বর কোড থেকে আরও দুই কোটি সিম বিক্রির অনুমোদন পায়। এর সবই বিক্রি হয়ে গেছে।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT