Main Menu

সুরক্ষিত সংসদ ভবনে ঢুকে পড়ল শিয়াল!

একটি দেশের সর্বোচ্চ আইনসভা হল পার্লামেন্ট বা সংসদ। এই জায়গাটিতে সর্বোচ্চ নিরাপত্তাই দেয়া হয়। হঠাৎ করেই সুরক্ষিত সংসদ ভবনে ঢুকে পড়ল একটি শিয়াল। ঘটনাটি ঘটেছে ব্রিটিশ সংসদ ভবনে। শিয়ালটিকে দেখে অবাক বনে গেছেন সংসদ সদস্য থেকে শুরু করে উপস্থিত অফিস স্টাফরা। কাউকে আক্রমণ না করলেও ধূর্ত এই প্রাণিটি ঘুরে বেড়িয়েছে পোর্ট কালিস হাউজ ভবনের চারতলা পর্যন্ত।

শিয়ালটি মূল ভবনে সংসদ সদস্যদের প্রবেশের জন্য ব্যবহৃত এসকিলেটর দিয়ে উপরে উঠে আসে। আর উদ্ধার হবার আগ পর্যন্ত পার্লামেন্ট অফিস ভবনের ক্যাফেটেরিয়া থেকে শুরু করে আরো বেশ কিছু স্থান ঘুরে দেখার সুযোগ পায় ধূর্ত এই প্রাণিটি। কনজারভেটিভ পার্টির এক এমপি জুলিয়া লোপেজ তার টুইটার পেজে লেখেন, রাতে ওয়েস্টমিনিস্টার অফিস ত্যাগ করার মুহূর্তে তিনি এসকিলেটর দিয়ে শেয়ালটিকে পোর্ট কালিস হাউজে প্রবেশে করতে দেখেন।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT