Main Menu

অস্ট্রেলিয়ায় দক্ষিণ-পূর্বাঞ্চলে দাবানলে বহু ভবন ধ্বংস, আরো ক্ষয়ক্ষতির শঙ্কা

অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে গতকাল রাতের ভয়াবহ দাবানলে কয়েক ডজন ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। তবে আজ রবিবার দাবানলের বিধ্বংসী অবস্থা কিছুটা কমেছে। 

যদিও এখনই দাবানল নিয়ন্ত্রণে আসার ব্যাপারে আশাবাদী নন সরকারি কর্মকর্তারা। তারা বলছেন, এই দাবানলে সেখানে আরো ক্ষয়ক্ষতি হতে পারে।

বেগা ভ্যালির মেয়র ক্রিস্টি ম্যাকবেইন বলেন, ক্যানবেরা থেকে ২৪০ কিলোমিটার দূরে দাবানল এখনো নিয়ন্ত্রণে আসেনি। তবে কিছুটা কমেছে দাবানল। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করা হয়নি। সেখানে আরো ঘরবাড়ি ধ্বংস হয়ে যেতে পারে।

তিনি আরো বলেন, আমাদের মনে হচ্ছে আরো কয়েক ডজন ঘরবাড়ি ধ্বংসের কবলে পড়তে পারে। আমরা আমাদের নাগরিকদের পাশে থাকার চেষ্টা করছি।

ওই এলাকায় এ বছর দাবানলে এখন পর্যন্ত চার শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে বলেও জানান মেয়র।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT