Main Menu

পূজার কারণে ভোট পেছানোর পক্ষে ইশরাক

সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার কারণে ভোটের তারিখ পেছানো উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণের বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন । বুধবার ষষ্ঠ দিনের মতো নির্বাচনী প্রচারণায় এসে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন পেছানোর পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেন ইশরাক।

তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে নির্বাচন পেছানোর একটা দাবি আসছে, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। আমাদের ঈদের দিন যদি ভোট গ্রহণ হত তাহলে আমরা মুসলমানরাও ভোট পেছানোর দাবি জানাতাম। আমি মনে করি, পূজার কথা বিবেচনা করে অবশ্যই ভোট পেছানো উচিত।

এসময় মেয়র নির্বাচিত হলে ঢাকাকে একটি বাসযোগ্য নগরী করে গড়ে তোলার জন্য কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন বিএনপি মনোনীত ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ইশরাক।

অনিয়ম দেখার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী প্রিজাইডিং অফিসারদের নিয়ে ইশরাক বলেন, আমি তাদের সঙ্গে দেখা না করলেও নির্বাচনী ক্যাম্প থেকে প্রতিনিয়ত অভিযোগ যাচ্ছে। তাদের কাছ থেকে আমরা খুব বেশি আশাও করি না। তবে এখন পর্যন্ত আমি তাদেরকে মাঠেও দেখি নাই।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT