Main Menu

বুর্জ খলিফার মাথায় পড়লো বাজ

বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং দুবাইয়ের বুর্জ খলিফা। সেই বিল্ডিংয়ের মাথায় পড়লো বজ্রপাত। আর এমন একটি মুহূর্তের জন্য টানা সাত বছর ধরে অপেক্ষায় ছিলেন ফোটোগ্রাফার জোহেব অঞ্জুম।

অবশেষে গত শুক্রবার তার অপেক্ষার অবসান হয়। সে দিন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকার পর বুর্জ খলিফার মাথায় বজ্রপাত হয়। সঙ্গে সঙ্গে অসাধারণ সেই দৃশ্যটি নিজের লেন্সে ধরে রাখলেন জোহেব অঞ্জুম।

তিনি বলেন, ‘ব্যাপারটা এমনই, যেন ঈশ্বর মুহূর্তটির পরিকল্পনা করেছিলেন। বিদ্যুৎ স্পর্শ করলো আইকনিক বুর্জ খলিফাকে। দারুণভাবে শুরু হল আমার ২০২০।’ দুবাইয়ের রাজা শেখ হামদানও এই দৃশ্যটি ফ্রেমবন্দি করতে সমর্থ হয়েছেন। তিনিও সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করেছেন।

শুক্রবার থেকে বৃষ্টিতে ভিজছে দুবাই। সঙ্গে পাল্লা দিয়ে চলছে মেঘের গর্জন। আকাশ প্রায় সর্বক্ষণই ঢেকে রয়েছে ঘন কালো মেঘে। এমন আবহাওয়া সচরাচর দুবাইয়ে থাকেন না। ‘গালফ নিউজ’ জানাচ্ছে, ১৯৯৬ সালের পর থেকে সব থেকে বেশি বৃষ্টির সাক্ষী হয়েছে সংযুক্ত আরব আমিরাত।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT