Main Menu

কোরআনের সৌন্দর্যই এটা : তুহিন মালিক

আলহামদুলিল্লাহ। সারা দেশব্যাপী কোরআনের মাহফিল গুলোতে লক্ষ লক্ষ মানুষ ছুঁটে আসছে। কেউ ফজরের নামাজ পড়ে। কেউবা মাহফিল শুরু হওয়ার ১০-১২ ঘন্টা আগে থেকেই অপেক্ষায় বসে থাকছে। জায়গা না পেয়ে কেউ বাঁশঝাড়ে, কেউ ছাদে দাঁড়িয়ে, কেউ গাছে বসেই শুনছে কোরআনের বানী। মাহফিল গুলোতে স্থানীয় প্রশাসন, পুলিশ, স্থানীয় সাংসদ ও সরকারী দলের নেতাদের উপস্থিতি ও সহযোগিতা সত্যিই প্রশংসার দাবীদার। আসলে কোরআনের সৌন্দর্যই এটা। কোরআনের বানী কোনদিন বদলাবে না। কিন্তু কোরআনের সংস্পর্শে যে-ই আসবে তার জীবনটাই বদলে যাবে।

দীর্ঘদিন ধরে লক্ষ্যনীয় যে, সরকারী দলের লোকজনের মনের ভিতর কেমন জানি একধরনের ‘ইসলামী ফোবিয়া’ কাজ করে। কিন্তু কোরআনের এই মাহফিল গুলোতে আজকে তাদের ব্যাপক উপস্থিতি ও সহযোগিতা তাদের অযৌক্তিক ভুল ধারনাগুলোকে নিঃসন্দেহে কিছুটা হলেও বিদূরিত করতে সাহায্য করবে। এই দ্বীনি মাহফিলগুলো যেমন কোরআনের বিশুদ্ধ চর্চা ও প্রচার প্রসারতার জন্য জরুরী। তেমনি এটা নানান ধরনের গালগপ্প ও কল্পিত কিচ্ছা-কাহিনী বলা ভন্ড-ভ্রষ্ট বক্তাদের উপদ্রব লাঘবেও জরুরী।

বিশেষ করে এই মাহফিলগুলোর কারনে ইসলামের নামে উগ্র বাতিলপন্থী জঙ্গিদের দৌরাত্ম্যও কমে আসবে। কোরআনের মাহফিলগুলোই এইসব উগ্র জঙ্গিদের ভ্রান্ত মতাদর্শকে নির্মূল করে দিবে। অন্যদিকে, আর এই কারনেই জঙ্গিরা এবং তাদের দোসর ইসলাম-বিদ্বেষীরা মরনপর চেষ্টা চালিয়ে যাবে কোরআনের এই মাহফিলের উপর সর্বাত্মক আঘাত হানতে। হয়তো জঙ্গি কিছু আক্রমণের ঘটনাও ঘটিয়ে ফেলতে পারে, কোরআনের মাহফিলগুলো বন্ধের জন্য। প্রশাসন ও সরকারকে এখনই সর্তক হতে হবে। কোরআনের এই জান্নাতি মাহফিলগুলো যাতে কোনভাবেই বাঁধাপ্রাপ্ত না হয়। বিনিময়ে অগনিত মানুষের দোয়া আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT