Main Menu

স্বামীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খু`ললেন মাহি

স্বামীর সঙ্গে বিচ্ছেদ – আম’রা আমাদের সংসার নিয়ে এক সঙ্গেই আছি এবং ভালো আছি আলহাম’দুলিল্লাহ্। আপনাদের উল্টা পাল্টা নিউজে সত্যিই মানুষ বি’ভ্রান্ত হয়, প্লিজ স্টপ ইট।

কথাগুলো চিত্রনায়িকা মাহিয়া মাহির। মাহিয়া মাহির বিয়ে ও বিচ্ছেদ সংক্রান্ত খবর প্রকাশ হওয়ার পর এমন প্রতিক্রিয়া জানান এই নায়িকা।

তবে মিডিয়া পাড়ায় অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, ভালো নেই চিত্রনায়িকা মাহিয়া মাহি। সংসার জীবনের ইতি টানার পথেই হাঁটছেন অ’গ্নি খ্যাত এই নায়িকা। বিষয়টি নিশ্চিত করেছেন মাহির একাধিক ঘনিষ্টসূত্র।

জানা গেছে, বেশ কয়েক মাস ধরে স্বামী পারভেজ মাহমুদ অ’পুর সঙ্গে তার বনিবনা হচ্ছে না। থাকছেন আলাদাও। এমনকি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও মাহির পোস্ট করা ছবিতে দেখা যায় না অ’পুকে। যদিও এ বিষয়ে মাস কয়েক আগে মুখ খু`লেছিলেন মাহিয়া মাহি।

ওই সময় মাহি বলেছিলেন, ‘ব্যক্তিগত অ’ভিমানের কারণে আপাতত অ’পুর সঙ্গে ছবি প্রকাশ করছেন না তিনি।’ তাও গত বছরের শুরুর কথা। এর মধ্যেও তাদের ‘ব্যক্তিগত অ’ভিমান’ ভাঙেনি, এমনটাই বলছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। এখনও মাহি-অ’পু কেউই ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে একসঙ্গে কোনো ছবি প্রকাশ করেনি।

অ’পরদিকে অ’পুর ফ্রেন্ড লিস্টে যারা আছেন তারাও নিশ্চয়ই জানেন যে, অ’পুও ছবি দিচ্ছেন না একসঙ্গে। তারা মানে সবাই ধরে নিয়েছেন, ‘ডালমে কুচ কালা হে’, কারণ বিয়ের পর থেকে তারা নিয়মিত একসঙ্গে ছবি দিত। প্রায় প্রতিদিনই নতুন নতুন ছবি আপলোড করতেন তারা।

তবে সকল গুঞ্জনকে আড়ালে রেখে মাহি মুখ খু`ললেন এবং বললেন ভালো আছেন দুজনে, এক সঙ্গেই রয়েছেন।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT