Main Menu

বিয়ের সাজে আবুল হায়াত ও দিলারা

ভারতের জনপ্রিয় লেখক সমরেশ মজুমদারের উপন্যাস ‘উৎসবের রাত’ অবলম্বনে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ। পরিচালনা করেছেন সায়ান দাসগুপ্ত। অভিনয় করেছেন ঢাকা-কলকাতার শিল্পীরা।

সেপ্টেম্বরে ঢাকা সফরের সময় এই ওয়েব সিরিজের ইঙ্গিত দেন সমরেশ। স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপ অরিজিনাল হিসেবে নির্মিত হচ্ছে এই ওয়েব সিরিজ। প্রযোজনা করছে আলফা আই।

সিরিজটির সঙ্গে যুক্ত লাক্স তারকা সৈয়দা তাজ্জি জানান, সম্প্রতি কলকাতায় টানা নয় দিন শুটিং হয়েছে। বাংলাদেশ থেকে আরও অভিনয় করেছেন আবুল হায়াত ও দিলারা জামান। ছিলেন কলকাতার অভিনেতারাও।

এ দিকে ওয়েব সিরিজের সেটে তোলা কয়েকটি স্থিরচিত্র প্রকাশ হয়েছে অনলাইনে। একটিতে দেখা যায় আবুল হায়াতের পরনে পায়জামা-পাঞ্জাবি, মাথায় বিয়ের পাগড়ি ও গলায় ফুলের মালা। তার পাশে বধূ সাজে বসে আছেন দিলারা জামান। দুজনকে ঘিরে আছে একদল তরুণ-তরুণী। তবে সিরিজটির প্রিমিয়ার কবে হবে এখনো জানা যায়নি।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT