Main Menu

হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন, চলছে নানা গুঞ্জন

তিনদিন ধরে হাসপাতালে ভর্তি বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। গত মঙ্গলবার গভীর রাত থেকে তিনি নাকি লিভারের সমস্যা নিয়ে ভর্তি মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে।

এনডিটিভির খবরে বলা হয়, আইসিইউতে ভর্তি না করা হলেও তার চিকিৎসা চলছে যথেষ্ট গুরুত্বের সঙ্গে। যদিও খবর, ৭৭ বছরের এই অভিনেতা নাকি নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে গিয়েছেন।

ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমে বলা হয়েছে, অমিতাভ বচ্চনকে আলাদা কেবিনে রাখা হয়েছে। বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। পরিবারের লোকজন ছাড়া আর কাউকেই সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এদিকে হাসপাতাল থেকেই বৃহস্পতিবার স্ত্রী জয়ার সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন অমিতাভ বচ্চন। সেই ছবি থেকে আবার নিজে ক্রপ করে কেটে দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘বেটার হাফ!’ কুলি ছবির অ্যাকশন দৃশ্যে গুরুতর আহত হওয়ার পর থেকেই দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছেন বিগ বি।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT