Main Menu

আফগানিস্তানে আগস্ট মাসে নিহত ২৩০৭

আফগানিস্তানে আগস্ট মাসে ৬১১ টি ঘটনায় নিহত হয়েছেন দুই হাজার তিন’শ সাত জন। এছাড়া আহত হয়েছেন আরও এক হাজার নয়শ’ ৪৮ জন। সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি’র এক অনুসন্ধানে এসব চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে দেখা যায়, আগস্ট মাসজুড়ে প্রতিদিন গড়ে প্রাণ হারিয়েছে ৭২ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, এই হতাহতের সংখ্যা দেশটির বর্তমান পরিস্থিতির এক খণ্ডচিত্র। আফগানিস্তানে ১৮ বছরের যুদ্ধের পর এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও তালেবান শান্তি চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়। সহসাই দু’পক্ষের আলোচনা শুরু হওয়ার কোন সম্ভাবনা নেই। এই প্রেক্ষাপটে চলতি মাসের শেষে প্রেসিডেন্ট নির্বাচনের আগে পরিস্থিতি আরো সহিংস হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT