Main Menu

২৭ সেপ্টেম্বর সিডনিতে সেলিনা হোসেনকে নিয়ে সাহিত্য সন্ধ্যা

বাংলাদেশের প্রখ্যাত ঔপন্যাসিক সেলিনা হোসেন সিডনি আসছেন।  একুশে একাডেমি অস্ট্রেলিয়ার উদ্যোগে প্রখ্যাত নারী এই ঔপন্যাসিকে  আগামী ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার, সন্ধ্যা ৭ঃ৩০  হার্স্টভিল সিভিক সেন্টারে “গায়ত্রী সন্ধ্যায় যাপিত জীবনের গল্পঃ সেলিনা হোসেন” নামক একটি সাহিত্য সন্ধ্যার আয়োজন করেছে।  অনুষ্ঠানে বাংলা কথাসাহিত্যের আলোর দুহিতা সেলিনা হোসেন তাঁর জীবন ও কর্ম নিয়ে পাঠকদের সাথে সরাসরি অভিজ্ঞতা বিনিময় করবেন।  অনুষ্ঠানটর প্রবেশ মূল্য ১৫ ডলার। যা অনলাইনে পাওয়া যাচ্ছে ওয়েবসাইট www.deshievents.com.au 


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT