Main Menu

মহিলাদের উপর সহিংসতা বন্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

গত বৃহস্পতিবার ২৫ জুলাই মিন্টো কমিউনিটি সেন্টারে হোয়াইট রিবন নাইট সন্ধ্যা ০৬:৩০ - ০৮:৩০ পর্যন্ত অস্ট্রেলিয়ান কমিউনিটিতে ‘মহিলাদের বিরুদ্ধে পুরুষের সহিংসতা’ বন্ধে সচেতনতা এবং সতর্কতা সৃষ্টির লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের আয়োজনে প্যাসিফিক আইল্যান্ডার অরিজিন গ্রুপ প্রধান ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী, সিনিয়র কনস্টাবল ডেভিড ব্লম, মানসিক স্বাস্থ্য সমাজকর্মী শেখর মুনিস্বামী, কমিউনিটি কর্মী এডওয়ার্ড ফিওরস্টেইন, সাউথ ওয়েস্টার্ন সিডনি লোকাল হেল্থ ডিস্ট্রিক্ট মনস্তাত্বিক ডিলান এ্যালেন, আফগান এ্যাসোসিয়েশনের সাঈদ হুসাইনিজাদা, ওয়ান মিন্টো নেইবারহুড ওয়াচের তৌহিদ খান, মাটাবাই কালচারাল আর্টস এর জ্যাসন পাওলো, পিলে রেজুলেশনস ফেসিলিয়েটর মিস্ ইভোনা লাটু এবং বেটার ফাদার্স (ইনক) এর জেমস মুনরো প্রমুখ আলোচনা করেন।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT