Main Menu

জামালপুরে সাপের কামড়ে মৃত্যু, পানিতেই দাফন

বন্যার পানিতে সাপের ছোবেলে মৃত্যু হয়ছে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী পশ্চিমপাড়ায় বাবলাতলীর মজিবুর রহমানের (৭০)। তাকে জানাযা করতে শুকনা জায়গা পাওয়া যায়নি। বাধ্য হয়েই পানিতেই জানাযা পড়তে বাধ্য মুসল্লিরা। ১৮ ই জুলাই সন্ধ্যায় সাপের কামুড়ে মৃত্যু হয় মজিবুর রহমানের।

সারা এলাকায় শুকনা জায়গা না পাওয়ায় বাধ্য হয়েই ১৯ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১০টায় জানাযা পড়ানো হয় হাটু সমান পানির মধ্যেই। স্থানীয়রা জানায়, সন্ধ্যায় কিছুক্ষন পরেই নিজ ঘরে সাপের কামড়ে আহত হয় মজিবর। পরে স্থানীয়ভাবে চিকিৎসা করেও বাঁচানো সম্ভব হয়নি।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT