Main Menu

সিঁদুর পরলেও আমার ঈমান পাক্কা : নুসরাত

পশ্চিমবঙ্গ থেকে লোকসভার সদস্য নির্বাচিত হওয়ার পর পরই নিখিল জৈনকে বিয়ে করেন অভিনেত্রী নুসরাত জাহান। মুসলিম হয়েও বিয়ের পর মাথায় সিঁদুর নিয়ে এই অভিনেত্রীকে শুনতে হচ্ছে নানান সমালোচনা। আর তাই এবার সেই সমালোচনার জবাব দিলেন নুসরাত।

নুসরাতের বিয়ের পর এক আলেম মুফতি মোহাম্মদ গোলাম রিজভি বলেন, ‘নুসরাত আর কোনোভাবেই মুসলিম নেই। সে একজন জৈন ধর্মাবলম্বীকে বিয়ে করেছে এবং মাথায় সিঁদূর পরেছে। যা হিন্দু মতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

ভারতের জনপ্রিয় টিভি অনুষ্ঠান আপ কি আদালতে নুসরাতকে আলেমের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে নুসরাত বলেন, ‘আমার ধর্ম এবং বিশ্বাস (ঈমান) কেড়ে নেওয়ার অধিকার কারো নেই।’

নুসরাত জাহান আত্মপক্ষ সমর্থন করে বলেন, ‘আমার সঙ্গে আল্লাহর সরাসরি টেলিফোনে কোনো যোগাযোগ নেই, তাই আমি মনে করি অন্যদেরও প্রত্যক্ষ কোনো যোগাযোগ (আল্লাহর সাথে) নেই। ধর্ম হলো বিশ্বাসের ব্যাপার আর আমার বিশ্বাস পাক্কা। সিঁদুর এবং মঙ্গলসূত্র পরে আমি আমার বিশ্বাস হারাইনি।’


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT