Main Menu

পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে নুসরাতের ‘সিঁদুর’

সম্প্রতি তুরস্কে ভারতীয় ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিয়ে হয় নুসরাত জাহানের। বিয়ের পরই সংসদে সিঁদুর ও মঙ্গলসূত্র পরিহিতা ‘নুসরাত জাহান রুহি জৈন’ হিসেবে শপথ পাঠ করেন বসিরহাটের সাংসদ। এ কারণেই তুমুল সমালোচনার মুখে পড়েছেন বসিরহাটের তৃণমূল সাংসদ।  

ঘটনার প্রতিক্রিয়ায় দেওবন্দ-অনুসারী সাহারানপুরের মাদ্রাসা জামিয়া শৈখুল হিন্দের মুফতি আসাদ কাসমি ঘোষণা করেন, ভিন্ন ধর্মের কোনও ব্যক্তির সঙ্গে তার বিয়ে ইসলাম মেনে নিতে পারে না। তিনি বলেন, "একজন মুসলিম কখনওই ভিন্ন ধর্মের কারও সাথে বিয়ে করতে পারেন না, ইসলাম তার অনুমতি দেয় না।" এই বিতর্কের পটভূমিতে নুসরাত নিজে শনিবার বেশি রাতে টুইটে তার ধর্মবিশ্বাস অপরিবর্তিত রয়েছে দাবি করে লিখেছেন, তিনি নিজেকে 'ইনক্লুসিভ ইন্ডিয়া'র (সবার জন্য যে ভারতবর্ষ) প্রতিনিধি মনে করেন।

অবশ্য কেবল দেওবন্দের মৌলবীই নন, সিঁদুর-মঙ্গলসূত্র পরায় এবার দলেরই একাংশের ‘ক্ষোভ’-এর মুখে পড়েছেন তৃণমূলের এই তারকা সাংসদ। যে বহসিরহাট থেকে এবার সাংসদ হয়েছেন নুসরাত, সেখানকারই প্রাক্তন তৃণমূল সাংসদ তথা আইনজীবী ইদ্রিশ আলির তোপের মুখে পড়লেন সিঁদুর-মঙ্গলসূত্রের অভিনেত্রী সাংসদ। নুসরত জাহানের সিঁদুর-বিতর্ক প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে প্রাক্তন তৃণমূলের প্রাক্তন এই আইনপ্রণেতা বলেন, ‘‘আমি নিজে কোনও মন্তব্য করব না। সমালোচনা হচ্ছে। আমার কাছে বহু লোক আপত্তি জানিয়েছেন। শুধু মুসলিম নন, হিন্দুদের অনেকও বলছেন, এটা কী! সে নিজে ঠিক করুক, সে কি মুসলিম? মানুষ বিভ্রান্তি হচ্ছে, সে মুসলিম না জৈন? অনেকে এই প্রশ্ন করছেন। আমার মনে হয় ও যা করছে ঠিক নয়। ও একটা অবস্থান ঠিক করুক। মুসলিম হলে মুসলিম ধর্ম মেনে চলতে হবে। হিন্দু হলে হিন্দু ধর্ম মেনে চলতে হবে। (এমন করলে) না ঘর কা না ঘটকা হয়ে যাবে তো। ’’

নুসরাতের পাশে দাঁড়িয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। হুগলির বিজেপি সাংসদ বলেন, ‘‘শাঁখা-সিঁদুর পরবেন কি পরবেন না, শপথপাঠের জন্য কী পোশাক পরবেন, সেটাও কি জিজ্ঞেস করতে হবে, মুখ্যমন্ত্রীর উচিত নুসরতের পাশে দাঁড়ানো। ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয়’। লকেটের পাশাপাশি বিজেপির শাহনওয়াজ হুসেনও  নুসরতের পাশে দাঁড়িয়েছেন।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT