Main Menu

সরকারি বাঙলা কলেজের ২১৫ পরীক্ষার্থীর সবাই ফেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি বাঙলা কলেজের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগ ৩য় বর্ষের ফলাফলে ইন্সুরেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজম্যান্ট বিষয়ে গণহারে ফেল করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে ২১৫ পরীক্ষার্থীর মধ্যে গড়ে সবাই একই বিষয়ে অকৃতকার্য হয়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, খাতার অবমূল্যায়ন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের খামখেয়ালির জন্যই বার বার এমন ভুলে ভরা ফলাফল প্রকাশ করা হচ্ছে। এদিকে প্রকাশের পরপরই সমালোচনার মুখে ওয়েবসাইট থেকে ফলাফল সরিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সরকারি বাঙলা কলেজের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সোহরাব হুসাইন বলেন, ‘একটি নির্দিষ্ট বিষয়ে বিভাগের সব শিক্ষার্থী ফেল করার কোনো কারণ দেখি না। এমন ফলাফলে সহজেই বোঝা যায় আমাদের খাতার অবমূল্যায়ন হয়। ভালো পরীক্ষা দিলেও আমাদের ফলাফলের এ অবস্থা।’

একই শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী ফেরদৌসী বলেন, ‘এ ধরনের ফলাফলের জন্য ঢাবির অব্যবস্থাপনাই দায়ী। একটি নির্দিষ্ট বিষয়ে একজনও পাস করেনি এটা মেনে নেয়া যায় না।’

জানতে চাইলে সরকারি বাঙলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর হুমায়ুন কবীর বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। এ বিষয়ে কথা বলতে আগামীকাল (সোমবার) আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যাব।’ এ বিষয়ে জানতে সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খানের মোবাইল ফোনে কল করলে তিনি ব্যস্ততার কারণে কথা বলতে পারেননি।

ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা ৫ দফা দাবি নিয়ে গত ২৩ ও ২৪ এপ্রিল নীলক্ষেত সড়ক অবরোধ করে। তাদের ৫ দফা দাবির মধ্যে অন্যতম ছিল গণহারে ফেলের কারণ জানানো ও খাতা পুনঃমূল্যায়ন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন স্থগিত করে সাধারণ শিক্ষার্থীরা।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT