Main Menu

সলিমুল্লাহ মেডিকেলের ডাক্তার প্রেসক্রিপশন দিলেন ৩ কেজি ওষুধ খেতে

রাজধানীর মিটফোর্ডে অবস্থিত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে শাহাদাত নামে এক রোগীকে প্রেসক্রিপশন দিলেন ৩ কেজি ওষুধ খেতে দেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১১ এপ্রিল ২০১৯ইং) প্রচন্ড জ্বর নিয়ে অত্র হাসপাতালের বহির্বিভাগে ডাক্তার দেখাতে গেলে ঘটনা ঘটে।

ভুক্তভোগী রোগী শাহদাত হোসেন জানান,গত বৃহস্পতিবার (১১ এপ্রিল ২০১৯ইং) বেলা ১২ টায় প্রচন্ড জ্বর নিয়ে আমি সলিমুল্লাহ মেডিকেলের আউটডোরে প্রায় দুই ঘন্টা লাইনে দাঁড়িয়ে ডাক্তার দেখাই।এসময় দায়িত্বরত চিকিৎসক আমাকে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই প্রেস্কিপশন লিখে দেন।

প্রেসক্রিপশন নিয়ে হাসপাতালের বাইরের ফার্মেসিতে গেলে তা ওষুধ দিতে অস্বীকার করলে বিষয়টি সামনে আসে। ফার্মেসি থেকে ফিরে দেখি হাসপাতালের আউটডোর বন্ধ। তখন উপায় না দেখে প্রাইভেট চেম্বারে ডাক্তারের শরনাপন্ন হই।

ভুক্তভোগী রোগী জানান, আমাদেরকে ডাক্তাররা মানুষ হিসাবে মনে করেন না। সরকারি হাসপাতালে ডাক্তারদের রোগীর প্রতি অনীহার কারনেই মানুষ প্রাইভেট ক্লিনিক হাসপাতালে যাচ্ছে। তিনি এইসব ডাক্তারদের শাস্তি দাবী করেন।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT